• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিপিএস লোকেশন হ্যাকিং থেকে বাঁচাবে ‘কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তি’

  অধিকার ডেস্ক    ২৫ নভেম্বর ২০১৮, ১৬:৩০

জিপিএস
‘কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তি’

জিপিএস লোকেশন হ্যাক করা ঠেকাতে কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তি উদ্ভাবন করছেন যুক্তরাষ্ট্রের এক প্রকৌশলী। নতুন এই প্রযুক্তি জিপিএস হ্যাকিং ঠেকানো এবং এর ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। পাশাপাশি এটি আরও বেশি নিরাপদ ও নির্ভুল নেভিগেশন দিতে সক্ষম হবে বলে জানা গেছে।

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমর হেলমি এক বিবৃতিতে বলেন, কোনো কিছু পরিমাপ করার জন্য কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তির কোনো তুলনা নেই। এই কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তি সবাইকে নিরাপত্তা দিতে সক্ষম হবে।

হেলমি আরও বলেন, নতুন নেভিগেশান সরঞ্জাম বিকাশের জন্য এখানে একটি চিপভিত্তিক কোয়ান্টাম-স্লিজেড লাইট ও অপটিক্যাল গাইরোস্কোপগুলোকে একত্র করার পরিকল্পনা করা হয়েছে। এই প্রযুক্তি ম্যাপকে আরও সুনির্দিষ্ট করবে। তবে এটি পানির নিচে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধের শূন্য রেখায় কাজ করবে না বলে তিনি উল্লেখ করেন।

কোয়ান্টাম সেন্সিং পদ্ধতি স্যাটেলাইটের ওপর নির্ভর করবে না। ফলে কেউ সহজেই কারও অবস্থান জানতে পারবে না বলে জানান তিনি।

হেলমি প্রত্যাশা ব্যক্ত করেন, অল্প সময়ের মধ্যেই এটির সফলতা তিনি সবার সামনে আনতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড