• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন চাকায় চলবে 'সাথী'

  অধিকার ডেস্ক    ২৫ নভেম্বর ২০১৮, ১৪:২৫

সাথী
ই-বাইক 'সাথী'

আকিজ মোটরস এবার ব্যাটারি চালিত তিন চাকার ইলেকট্রনিক বাইক এনেছে। আর এই বাইকটির নাম দেওয়া হয়েছে ‘সাথী’।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মুহাম্মাদ আবুল হাশেম বলেন, ৬০০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে। একবার চার্জ দেওয়ার পর বাইকটি শহরের মধ্যে ৫০ থেকে ৫৫ কিলোমিটার এবং হাইওয়েতে ৬০ থেকে ৬৫ কিলোমিটার যেতে পারবে। আর এর গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। ই-বাইকটি মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা চার্জে সারাদিন চলতে পারবে বলেও জানান তিনি ।

আকিজ মটরসের ইলেকট্রিক মোটরসাইকেল সার্ভিস ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ফারুক বলেন, এই বাইকটি সম্পূর্ণ ‘পরিবেশ বান্ধব। এটি ২৫০ কেজি পর্যন্ত ধারণ করতে পারে।

৬ মাসের বিক্রয়োত্তর সেবা ব্যাটারি ও মোটরে পাওয়া যাবে। বাইকটির মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৮ হাজার টাকা। তবে এখন কিনলে দুই হাজার টাকা মূল্যছাড় পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড