• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সময় দেখার সাথে সাথে এবার অ্যাপল ওয়াচে তোলা যাবে ছবি

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১৫:৪০

অ্যাপল ওয়াচ
অ্যাপল ওয়াচে ক্যামেরা যুক্ত হচ্ছে

অ্যাপল ওয়াচে এবার যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। শুধু সময় দেখাই নয়, এবার এটি দিয়ে ছবিও তোলা যাবে। পাশাপাশি ফেস আইডি ও ফেসটাইম ফিচারও দেখা যাবে এই অ্যাপল ওয়াচে। স্বয়ংক্রিয়ভাবে ছবির বিষয়বস্তু ক্রপ করার ব্যবস্থাও রাখা হয়েছে।

সম্প্রতি ইউএস পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস অ্যাপলের ‘ইমেইজ ক্যাপচারিং ওয়াচ’ পেটেন্টটির অনুমোদন দিয়েছে।

এই স্মার্টঘড়ি ব্যবহারকারীরা নানামুখী সুবিধা পাবেন। যেমন তারা খেলাধুলা, জিমে ব্যায়াম ও শ্রমসাধ্য কাজে এই স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবেন।

এ দিকে আইফোন প্রস্তুতকারক কোম্পানি থেকে জানা গেছে, এই ওয়াচে দুটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। আর ঘড়িটির দুটি ভিন্ন ব্যান্ডে দুটি ক্যামেরা থাকবে। কেননা হাতের মধ্যে ঘড়ি থাকলে তা শুধু চেহারার নিচের অংশের ছবি তুলবে। তাই এখানে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যাতে করে ছবি তোলার পর তা প্রসেসিং হলে তাতে পুরো চেহারা দেখা যাবে।

ইতোমধ্যেই অ্যাপল বেশ কয়েকটি লেন্সের কথা উল্লেখ করেছে, যেমন- জুম লেন্স, এপোক্রোম্যাটিক লেন্স, লং-ফোকাস লেন্স, ম্যাক্রো লেন্স, স্টিরিওস্কোপিক লেন্স ও ফিশআই লেন্স। কিন্তু একটি ঘড়িতে এতগুলো লেন্স বসানো অসম্ভব। তাই একেক ব্যান্ডে একেক ধরনের লেন্স ব্যবহার করা হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড