• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বসুন্ধরা সিটিতে ‘ভিডিও গেইমিং’ জোন চালু

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১৫:১৩

বসুন্ধরা গ্রুপ
দক্ষিণ এশিয়ার সব থেকে বড় 'ভিডিও গেইমিং' জোন (ছবি :ইন্টারনেট)

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ‘আল্টিমেট ফান ফ্যাক্টরি’ নামের ভার্চুয়াল রিয়েলিটির ভিডিও গেইমিং জোন চালু করল বসুন্ধরা গ্রুপ।

সোমবার (১৯ নভেম্বর) ‘আনলেস ইওর ইনার হিরো’ প্রতিপাদ্য নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ১৪ থেকে ১৮ ফ্লোরে ওই গেইমিং জোনের উদ্বোধন করা হয়েছে।এই গেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের হেড অফ মার্কেটিং জসিম উদ্দিন। তিনি বলেন,বর্তমান ছেলে-মেয়েদের মাঠে গিয়ে গেম খেলার সুযোগ নেই বললেই চলে। তাই এই সুযোগ প্রদান করতে আমরা বড়পরিসরে তাদের জন্য খেলার জায়গার একটা ব্যবস্থা করেছি।

এই গেমিং জোনকে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় এবং সিমুলেটর মসের জন্য পৃথিবীর বৃহৎতম বলে দাবি করেন জসিম উদ্দিন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের (পেপার সেক্টর) ডিএমডি মুস্তাফিজুর রহমান, বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শেখ আব্দুল আলীম, ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, সামিয়া আফরিন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং চিত্রনায়ক সিয়ামসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড