• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যবহারের সময় নির্দেশ করবে ইনস্টাগ্রাম!

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১৫:১৪

ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে নতুন ফিচার

ইনস্টাগ্রামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে থাকতে সময় যে কোন দিকে বয়ে চলে যায়, সে দিকে কারো খেয়াল থাকে না। তাই এবার ইনস্টাগ্রামে কত সময় ব্যয় করলেন সেটি জানার জন্য ‘ইওর অ্যাক্টিভিটি’ নামের নতুন একটি ফিচার চালু করল প্রতিষ্ঠানটি। এই ফিচারটি দিয়ে যে কেউ কতটুকু সময় ইনস্টাগ্রামে খরচ করছে তার হিসাব পাবেন।

প্রযুক্তি সাইট ভার্জ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইনস্টাগ্রাম তাদের অ্যাপে বুধবার (১৪ নভেম্বর) এমন একটি সুবিধা যুক্ত করেছে। এই সুবিধা পাওয়ার জন্য টাইমলাইনের উপরে ডান দিকে ‘হামবার্গার’ আইকনে যেতে হবে। সেখানে এই অপশন পাওয়া যাবে।

তবে ইচ্ছে করলে ব্যবহারকারী এই নোটিফিকেশন অন করতে বা অফ করতে পারবেন।

এ দিকে জানা গেছে, ফেসবুকও ‘ইওর টাইম অন ফেসবুক’ নামে এমন ফিচার আনার পরিকল্পনা করেছে ।

ইনস্টাগ্রামের এই ফিচারটি সবার জন্য কবে নাগাদ উন্মুক্ত করা হবে তা এখনও জানা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড