• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী বছরই আসছে ফেসবুকের নতুন স্বাধীন কমিটি

  অধিকার ডেস্ক    ১৭ নভেম্বর ২০১৮, ১৮:৪৬

ফেসবুক
মার্ক জাকারবার্গ

ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ খতিয়ে দেখতে নতুন স্বাধীন কমিটি করার ঘোষণা দিয়েছে মার্ক জাকারবার্গ। মূলত ফেসবুকের কনটেন্ট নিয়ে ব্যবহারকারীদের কোনো অভিযোগ থাকলে ফেসবুক তা খতিয়ে দেখবে। সামনের বছর থেকেই ফেসবুকের এই কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন জুকারবার্গ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ফেসবুকে একটি নোটে এই ঘোষণা দেয়া হয়।

জাকারবার্গ বলেন, অভিযোগ যাচাই করার পাশাপাশি এই কমিটি মানুষকে তাদের মত প্রকাশের স্বাধীনতা, নীতিকে আরও স্বাধীন করা এবং তাদের নিরাপদে রাখার ক্ষেত্রে বাস্তবতা বুঝতে পারার কাজ করে যাবে।

আগামী বছর থেকে ফেসবুকে এই কমিটি কাজ শুরু করবে এবং এর মধ্য দিয়ে নিজেদের ‘জবাবদিহিতা’ তৈরি হবে বলে তিনি মনে করেন। বাণিজ্যিক নয় বরং আগ্রহ থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জাকারবার্গ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড