• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাটা সংরক্ষণে হোয়াটসঅ্যাপের নতুন সতর্কবার্তা

  অধিকার ডেস্ক    ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৬

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপের নতুন সতর্কবার্তা

এক বছরের বেশি ড্রাইভে রাখা ডাটা গুগল ড্রাইভে জমা না করা হলে সেগুলো সরিয়ে ফেলা হবে বলে নিশ্চিত করেছে ফেসবুক অধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। সোমবার (১২ নভেম্বর ) এক ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।

ঘোষণায় তারা বলে, ড্রাইভে রাখা হয়েছে কিন্তু এক বছরের বেশি সময় ধরে আপডেট করা হয়নি এমন ডাটা সরিয়ে ফেলা হবে। সাথে সাথে চ্যাটিং এবং এই সংক্রান্ত সকল ডাটা মুছে ফেলা হবে।

হোয়াটসঅ্যাপ ২০১৭ সালের আগস্টে গুগলের সঙ্গে গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজে ব্যবহারকারীদের ডাটা রাখা নিয়ে একটি চুক্তি করে। গুগল ড্রাইভে রাখা হয়েছে; কিন্তু এক বছরের বেশি সময় ধরে আপডেট করা হয়নি এমন ডাটা স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভ স্টোরেজ থেকে সরিয়ে ফেলা হবে বলে সতর্ক করেছে হোয়াটস্যাপ।

তবে ব্যবহারকারীরা নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগের ডাটা লোড করে নিতে পারবেন। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কতদিন পরপর ডাটা আপডেট করতে পারবেন সেটি ঠিক করে রাখতে পারবেন। আর সেক্ষেত্রে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট দিয়েই এ কাজ করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড