• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবার ও ভুলভাল টুইট করল ট্রাম্প!

  অধিকার ডেস্ক    ১৪ নভেম্বর ২০১৮, ১৬:১২

টুইট
ট্রাম্পের ভুল টুইট আবারও ভাইরাল হলো

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এর কারণ তার করা একটি টুইট। যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর একটি রাষ্ট্র প্রধানের এই ভুল টুইট এবারও ভাইরাল হয়ে পড়ে বিশ্বজুড়ে।

হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলী উৎযাপন উপলক্ষে মঙ্গলবার (১৩ নভেম্বর) এই টুইট করে তিনি এক হাস্যরসের জন্ম দেন।

তিনি টুইটে লেখেন, ‘আজ আমরা সবাই দীপাবলীর জন্য একত্র হয়েছি। এটি বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মাবলম্বীদের বিশেষ একটি দিন। কয়েক কোটি মানুষ দিনটিতে পরিবারের সঙ্গে দীয়া জ্বালিয়ে নতুন বছরের সূচনা করেন’।

কিন্ত সবাই জানে, এই দীপাবলী হিন্দুদের ধর্মীয় উৎসব। টুইটে ট্রাম্প তিন ধর্মের নাম উল্লেখ করলেও হিন্দু ধর্মের কথা বলেননি। এ নিয়ে টুইটের নিচে ব্যবহারকারীরা বেশ মজার কমেন্ট করেছেন। যেমন – ‘একজন লেখেন, বোকা- এটা হিন্দুদের উৎসব। এভাবে চলতে থাকলে তো ইহুদিদেরকে ঈদে আর মুসলিমদেরকে ক্রিসমাসের শুভেচ্ছা দিয়ে ফেলবেন’।

আরেকজন কমেন্ট করেন, ‘বৌদ্ধ হয়ে সারা জীবন এ উৎসব কীভাবে মিস করে গেলাম’?

হলিউডের অভিনেতা মাইকেল ম্যাকিন টুইটে লেখেন, বৌদ্ধরা?

অন্য আরেক জন টুইটারে লেখেন ট্রাম্পের কোনো ডিগ্রি (শিক্ষাগত সনদ) আছে কি না তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ও টুইটে একাধিকবার ভুল করেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়ার নামে বানান ভুল এবং মেয়ে ইভাঙ্কার জায়গায় অন্য এক অপরিচিত নারীকে নিজের টুইটে ট্যাগ করে ট্রাম্প হাস্যরসিকতার জন্ম দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড