• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউইয়র্ক এবং ভার্জিনিয়ায় অ্যামাজনের নতুন সদর দপ্তর

  অধিকার ডেস্ক    ১৪ নভেম্বর ২০১৮, ১৩:১০

অ্যামাজন
অ্যামাজনের নতুন দুই সদর দপ্তর

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজন তাদের নতুন সদর দপ্তর হিসেবে নিউইয়র্ক এবং উত্তর ভার্জিনিয়াকে ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১৩নভেম্বর ) প্রতিষ্ঠানটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন এবং সিলিকন ভ্যালির সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে নিউইয়র্ক এবং উত্তর ভার্জিনিয়ায় তারা এই সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

এই উদ্যোগের ফলে অ্যামাজন প্রযুক্তিখাতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে সফলতার মুখ দেখতে পারবে বলে তারা আশা করছেন।

এ দিকে, অন্য আরেকটি শহরে খুব শিগগিরই তারা নতুন যৌথ বিনিয়োগের ঘোষণা দেবে বলে জানা গেছে। উল্লেখ্য, অ্যামাজন ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নতুন শহরে তাদের দ্বিতীয় সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড