• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্টারনেট ব্যবহারে পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে

  অধিকার ডেস্ক    ১৩ নভেম্বর ২০১৮, ১৫:৩৭

ইন্টারনেট
নারীরা ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে পড়ছে

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে আছেন। পুরুষ ও নারীদের মধ্যে এই ইন্টারনেট ব্যবহারের ব্যবধান ৬২ শতাংশ। শ্রীলংকার তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান লার্ন এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেখানে দেখা গেছে, পাকিস্তানে পুরুষ ও নারীদের এই ইন্টারনেট ব্যবহারের হার ৪৩ শতাংশ এবং ভারতে এ হার ৫৭ শতাংশ।

অন্যদিকে বাংলাদেশে শহর ও গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীদের পরিমাণ ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। ব্যবহারের এ বাংলাদেশে ৬২,পাকিস্তান ১৩ ও ভারতে ৫৭ শতাংশ।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে বেশি সচেতনার অভাব রয়েছে।

পাকিস্তানে এখন পর্যন্ত ইন্টারনেট কি তা দেশটির ৬৯ শতাংশ মানুষই জানে না। সেখানে মাত্র ৩০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন। আর ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ১৭ শতাংশ মানুষ ।

২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের দুই হাজার পরিবারের ১৫ থেকে ৬৫ বছরের নারী-পুরুষের ওপর জরিপ চালিয়ে দেখা যায়, সময়ের অভাব, উচ্চমূল্য ও ব্যবহারের বাধ্যবাধকতা থাকায় তারা ইন্টারনেট ব্যবহার করেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড