• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পানিতে বিড়ালের কেন ভয়?

  অধিকার ডেস্ক    ১০ নভেম্বর ২০১৮, ১২:২০

বিড়াল
অন্য প্রাণির তুলনায় পানিতে বেশি ভয় বিড়ালের (ছবি: ইন্টারনেট)

বাড়িতে শখের পালিত বিড়ালকে পরিষ্কার রাখার জন্য গোসল করান মাঝে মধ্যেই। বিড়াল খাচ্ছে, ঘুমাচ্ছে, খেলছে কোনো কিছুতেই সমস্যা নেই। কিন্তু বিপত্তি বাধে গোসল করাতে গেলেই। গায়ে পানি লাগলেই রেগে যায়। আর রেগে গেলে আঁচড়ে-কামড়েও দিতেও দেরি করে না একদম!

কিন্তু কেন বিড়ালের পানিতে ভয়? কেন গায়ে পানি লাগলে পরিচিত পালিত বিড়াল রেগে গিয়ে আঁচড়ে দেয়?

বিড়ালের এমন আচরণের কারণ হিসেবে ব্যবহারিক বিদ্যার বিশেষজ্ঞরা বেশ কিছু বৈজ্ঞানিক কারণ খুঁজে পেয়েছেন।

বিজ্ঞানীদের মতে, বিড়ালের থাবার আকার ও গঠন অনুয়ায়ী তা সমতলে চলাচলের উপযুক্ত। পানিতে ভেসে থাকতে গেলেই তারা শরীরের ভারসাম্য হারায়। ভারসাম্য হারানোর ভয়েই শরীরে পানির ছিটে লাগলেই তারা ভিন্ন আচরণ শুরু করে।

বিড়ালের পানিতে ভয় তৈরি হওয়ার আর একটি কারণ তাদের গায়ের লোম। বিড়ালের লোম অন্য প্রাণির তুলনায় কিছুটা ভিন্ন।

বিড়ালের লোম এক বার ভিজে গেলে সহজে শুকোয় না। ভিজে লোমে থাকতে তাদের অসুবিধা হয়।

আর অন্য প্রাণির তুলনায় বিড়ালের চামড়া বেশি স্পর্শকাতর। পানি বা অন্য কোনও তরলের সঙ্গে তা খুব একটা মানানসই নয়। লোম ভিজেই থাকে।

এদিকে বিড়াল বেশ শীতকাতুরে প্রাণি। ভেজা লোম আর চামড়া তাদের পুরো দিন বিপর্যস্ত করে রাখে। তাই বলতে গেলে পানি তাদের একদম পছন্দ নয়।

তাই ঘরের পালিত বিড়ালকে রোজ জোর করে গোসল করানো থেকে বিরত থাকাই মনে হয় ভালো। প্রতিদিন জোর না করে বরং শুকনো নরম কাপড়ে ঝেড়ে দিন বিড়ালের গা। এতেই বিড়ালের দেহ পরিষ্কার থাকবে। চাইলে অবশ্য দুই সপ্তাহ পরপর হালকা গরম পানি দিয়ে গা ধুয়ে দিতে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড