• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশে যাত্রা শুরু করল ফেসবুকের ‘অ্যাড ব্রেকস’

  অধিকার ডেস্ক    ০৮ নভেম্বর ২০১৮, ১০:২২

অ্যাড ব্রেকস
বাংলাদেশে চালু হলো ‘অ্যাড ব্রেকস’

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীরা এখন থেকে দীর্ঘ সময়ের ভিডিওগুলো থেকে আয় করতে পারবেন এবং তাদের পেজের ফলোয়ার বাড়াতে পারবেন। যোগ্য প্রকাশক ও নির্মাতারা ‘অ্যাড ব্রেকস’ নামক এই সুবিধার মাধ্যমে এই আয়ের সুযোগ পাবেন। ফেসবুক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৭ নভেম্বর) থেকে ফেসবুকে আপলোড করা ভিডিওতে বাংলা ও ইংরেজি উভয়ই ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। ফেসবুক বিশ্বের বিভিন্ন ভাষায় এই সুবিধা চালু করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারা বাংলাদেশেও এই সেবা সম্প্রসারণ করল।

আরও বলা হয়, ফেসবুকের ফলোয়ারদের সঙ্গে বিভিন্ন দেশের প্রকাশক ও নির্মাতারা সব সময় ভালো ভিডিও তৈরি করে এবং সেটা আপলোড করে। ফেসবুক তাই প্রকাশক ও নির্মাতাদের সহয়তা দিতে এই সুযোগ তৈরি করেছে ।

প্রকাশক ও নির্মাতারা ‘অ্যাড ব্রেকস’-এ যোগ দিতে ভিজিট করতে পারেন এই ঠিকানায় fb.me/joinadbreaks, Creator Studio অথবা তাদের পেজের ভিডিও ইনসাইট অপশনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড