• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তৃতীয় প্রান্তিকে অ্যাপলের মুনাফা ১৪শ কোটি ডলার

  অধিকার ডেস্ক    ০৫ নভেম্বর ২০১৮, ১১:৩৫

অ্যাপল
অ্যাপলের মুনাফা বৃদ্ধি ৩২ শতাংশ

সদ্য সমাপ্ত তৃতীয় প্রান্তিকে অ্যাপল আরও ৩২ শতাংশ মুনাফা করায় বর্তমানে এর পরিমান দাঁড়িয়েছে ১৪শ কোটি মার্কিন ডলার। তবে শীর্ষ মার্কিন এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি আরও বেশি মুনাফা আশা করেছিল। আইফোন বিক্রি কমে যাওয়ায় মুনাফার পরিমান কিছুটা কম হয়েছে। বছরের শেষ দিকে বেশ কিছু ছুটিও প্রতিষ্ঠানটির মুনাফায় প্রভাব ফেলেছে। খবর আরব বিজনেস

এর আগে ডিজিটাল পণ্য বিক্রিতে প্রতিষ্ঠানটির মুনাফা ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৬২ দশমিক ৯ বিলিয়ন ডলারে। ৪৬ দশমিক ৯ মিলিয়ন আইফোন বিক্রি হলেও তাদের আশানুরূপ লক্ষ্য পূরণ হয়নি বলে মনে করছে অ্যাপল। এর পাশাপাশি অ্যাপলের শেয়ার ৪ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ২১২ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে।

এ বিষয়ে অ্যাপলের সিইও টিম কুক বলেন, তৃতীয় প্রান্তিকে মুনাফার রেকর্ড ভাঙা আয়ে আমরা সত্যিই আনন্দিত। এ বছর আমরা দুই বিলিয়ন আইওএস ডিভাইস বাজারে ছেড়েছিলাম। এছাড়া অ্যাপল দশ বছর পূর্তিতে সবচেয়ে শক্তিশালী আয়ের ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড