• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে ইন্টারনেট ব্যবহার করে ১০ কোটি মানুষ

  অধিকার ডেস্ক    ০১ নভেম্বর ২০১৮, ১৫:৫৭

ইন্টারনেট
ইন্টারনেট সংযোগ (ছবি :ইন্টারনেট)

ইন্টারনেট সংযোগের ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অক্টোবর মাসের শেষে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের শেষে দেশে ইন্টারনেট সংযোগ আছে নয় কোটি ১১ লাখ ৯৪ হাজার। এই বছরের শুরুতে এর সংখ্যা ছিল আট কোটি চার লাখ ৮৩ হাজার।

তাহলে দেখা যাচ্ছে, বছরের প্রথম নয় মাসে দেশে এক কোটি সাত লাখ ১১ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। এই সংযোগের মধ্যে ফোরজি বা থ্রিজির সংযোগ কী পরিমাণ রয়েছে, সে সম্পর্কে বিটিআরসি কিছু জানায়নি।

তবে বৃদ্ধি পাওয়া এই সংযোগের মধ্যে এক কোটি তিন লাখ ৩১ হাজার ইন্টারনেটে যুক্ত হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। আর ব্রডব্যান্ড সংযোগ বৃদ্ধি পেয়েছে তিন লাখ ৯০ হাজার । অন্যদিকে ওয়াইম্যাক্সের সংযোগ কমেছে নয় হাজার ।

রিপোর্টে আরও দেখা যায়, দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ চালু আছে আট কোটি ৫৩ লাখ ৮১ হাজার। আর ফিক্সড ব্রডব্যান্ড আছে ৫৭ লাখ ৩৪ হাজার এবং ওয়াইম্যাক্স সংযোগ কার্যকর আছে ৮০ হাজার।

বিটিআরসির তথ্যমতে, বর্তমানে দেশে মোবাইল ফোনের সংযোগ আছে ১৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড