• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যাপলের দেখানো পথে এবার স্যামসাং

  অধিকার ডেস্ক    ১৩ অক্টোবর ২০১৮, ১২:৪৮

স্যামসাং
ছবি :ইন্টারনেট

সমালোচনা করলেও দুই বছর পর এবার অ্যাপলের দেখানো পথেই হাঁটার সিদ্ধান্ত নিল স্যামসাং। স্যামসাং ফোন থেকে এবার হেডফোন জ্যাক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোরিয়ান সংবাদ মাধ্যম ইটিনিউজের এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালের শেষ ভাগের পর থেকে স্যামসাং বাজারে যেসব ফোন ছাড়বে, সেগুলোর কোনোটিতেই থাকবে না ৩.৫ এমএম হেডফোন জ্যাক। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০ প্লাসই হবে স্যামসাংয়ের শেষ হেডফোন জ্যাক সমৃদ্ধ ফোন।

তার মানে আসন্ন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ১০ ও গ্যালাক্সি নোট ১১ থেকে ৩.৫ এমএম হেডফোন জ্যাক বাদ দেওয়া হতে পারে। এর বদলে পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি হ্যান্ডসেটগুলোতে ওয়্যারলেস হেডফোন বা ইউএসবি-সি এয়ারবাডসের ব্যবহার দেখা যাবে।

তবে হেডফোন জ্যাক বাদ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি স্যামসাং। তবে এই ফিচার বাদ দিলে ফোনের আকার আরও সরু করা সম্ভব হবে।

এর আগে ২০১৬ সালে অ্যাপল তাদের আইফোন ৭ থেকে হেডফোন জ্যাক বাদ দিলে তাদের নানাভাবে কটাক্ষ করেছিলো স্যামসাং।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড