প্রযুক্তি ডেস্ক
ভার্চুয়াল জগতে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে নিত্যদিন নতুন নতুন ফন্দি আঁটছে হ্যাকাররা। ব্যবহারকারীদের অজান্তেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি কৌশলে অর্থও হাতিয়ে নিতে সক্ষম তারা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নয়টি ভিন্ন ভিন্ন অ্যাপস থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। ব্যক্তিগত যাবতীয় তথ্য এসব অ্যাপ থেকে চুরি যাচ্ছে।
এদের মধ্যে রয়েছে প্রসেসিং ফটো অ্যাপ্লিকেশন অ্যাপটিও। এর মাধ্যমে আপনার বেশকিছু ব্যক্তিগত তথ্য চলে যাতে থার্ড পার্টির হাতে। আরেকটি অ্যাপ পিপ ফটো। এটি একটি জনপ্রিয় অ্যাপ। ছবি এডিটিংয়ের জন্য এটি অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু সাবধানে ব্যবহার করার কথা জানাচ্ছেন সোশাল মিডিয়ার বিশেষজ্ঞরা।
লক কিট মাস্টার ব্যবহারকারীরাও আছেন বিপদে। নিজের ফোনকে বিশ্বাস না করে এই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার অর্থ নিজের বিপদ নিজে ডেকে আনা। এমন আরও একটি অ্যাপ্লিকেশন হলো অ্যাপ লক কিপ। এটি একটি বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন। ফোনে আড়ি পাতা ও নজরদারির স্বভাব রয়েছে এর। তাই স্মার্টফোনে এটি ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে টেক মহল।
রাবিশ ক্লিনার অ্যাপটিও অনেকেই ব্যবহার করে থাকেন ফোনের অযাচিত বস্তু ডিলিট করার জন্য। কিন্তু ফোনে ফেসবুক কানেক্ট থাকলে সেই তথ্য এই অ্যাপটি নিয়ে নিচ্ছে এমনটাই খবর।
আরও পড়ুন : এক চার্জেই ৩ দিন চলবে নতুন নকিয়া ফোন
এছাড়া হরোস্কোপ ডেইলি অ্যাপটিতে অনেকেই রাশিফল দেখে থাকেন। কিন্তু আপনি যখন রাশিফল দেখছেন এই অ্যাপটি ততক্ষণে আপনার ফোনের অনেক গোপন তথ্য কিন্তু দেখে নিচ্ছে। তাই এমন নয়টি অ্যাপস ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ওডি/আইএইচএন
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড