প্রযুক্তি ডেস্ক
বাজারে নতুন সুপারচার্জড স্পোর্টস বাইক আনল কাওয়াসাকি। মডেল জেডএইচ২। সম্প্রতি ভারতের বাজারে নতুন এই মডেল অবমুক্ত করা হয়েছে। বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ২১ লাখ ৯০ হাজার রুপি।
কাওয়াসাকি সুগোমি ডিজাইনের উপরে ভিত্তি করে নতুন সুপারচার্জড রোডস্টার তৈরি করা হয়েছে। বাইকটির উল্লেখ যোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ এলইডি লাইটিং, ব্লুটুথের মাধ্যমে ব্যবহারযোগ্য ৪.৩ ইঞ্চি কালার ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার। এছাড়া এতে কাওয়াসাকির নিজস্ব রাইডোলোজি অ্যাপ্লিকেশন এই বাইককে রয়েছে।
গতির রাজা কাওয়াসাকির নতুন বাইকে ৯৯৮ সিসরি ইন-লাইন ফোর-সিলিন্ডার, লিকুইড-কুলড, ডিওএইচসি, ১৬-ভালভ, সুপারচার্জড ইঞ্জিন ব্যবহৃত হয়েছে।
আরও পড়ুন : বাংলাতেও ব্যবহার করা যাবে ‘গুগল ক্লাসরুম’
এটি সর্বোচ্চ ১৯৭.২ বিএইচপি শক্তি উৎপাদন করে। এছাড়া ইঞ্জিনে আছে সিক্স-স্পিড গিয়ার বক্স। সব মিলিয়ে বাইকপ্রেমীদের মন জয়ের সমস্ত উপকরণ আছে কাওয়াসাকির নতুন মডেলে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড