প্রযুক্তি ডেস্ক
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে মহাকাশে শত বছর ধরে চলছে আতশবাজির খেলা। পৃথিবী থেকে ৭,৫০০ আলোকবর্ষ দূরের এক অতিবৃহৎ তারার ছবি শেয়ার করে নাসা জানিয়েছে, কারিনা নামের একটি তারা প্রায় ১৫০ বছর ধরে মহাকাশে আতশবাজির সুষমা ছড়িয়ে চলেছে।
'নাসা'র অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করা হয়েছে। সেখানে ছবির সঙ্গে লেখা হয়েছে ‘বিদায় ২০২০। স্বাগত ২০২১। আপনি কি কখনও দেড়শো বছর ধরে চলা ধীরগতির কোনও বাজি পোড়ার সাক্ষী থেকেছেন? না হলে, কারিনা দেখুন।’
ক্যাপশনে আরও লেখা হয়েছে, ১৮৪০ সালে মহাকাশে একটা বিপুল বিস্ফোরণ ঘটেছিল। তারাটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে, অনেক সময়েই দক্ষিণ সমুদ্রের নাবিকেরা তাদের সমুদ্রভ্রমণ পর্বে তারাটিকে নজর করেছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড