• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভ্যাকসিনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে যুদ্ধে ফেসবুক-টুইটার

  প্রযুক্তি ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২০, ১৫:২৩
ফেসবুক-টুইটার
ভ্যাকসিনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে যুদ্ধে ফেসবুক-টুইটার (প্রতীকী ছবি)

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনুমোদনের পর এ সম্পর্কিত বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। এসব বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটার।

এরই ধারাবাহিকতায় এখন থেকে ফেসবুক ও টুইটার তাদের প্ল্যাটফর্মগুলো থেকে এ সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য ও কন্টেন্ট সরানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) টুইটার জানিয়েছে, তারা করোনার ভ্যাকসিন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য ও সম্ভাব্য ক্ষতিকারক টুইটগুলো সরানো শুরু করবে। একইভাবে ফেসবুকও বলেছে, তারাও সামনের সপ্তাহ থেকে ভ্যাকসিন সম্পর্কিত ভুল তথ্য দেয় এমন কন্টেন্ট সরিয়ে ফেলবে।

বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানিয়ে টুইটার একটি ব্লগে জানিয়েছে, ‘বর্তমান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ক্রমবর্ধমান জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ ব্যাপারে আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী সপ্তাহ থেকে আমরা টুইটার থেকে ক্ষতিকারক ও বিভ্রান্তিমূলক তথ্য অপসারণকে অগ্রাধিকার দেব এবং ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য রয়েছে এমন টুইটগুলো সরানো শুরু করব। আমরা বর্তমানে মানুষের স্বাস্থ্যের ও সুস্থতার জন্য সবচেয়ে সম্ভাব্য ক্ষতির উপস্থাপন করে এমন বিভ্রান্তিকর তথ্য সরিয়ে ফেলার দিকে মনোযোগ দিচ্ছি।’

টুইটার জানিয়েছে, তারা বিশেষত এমন টুইটগুলো সরাবে যা ভাইরাসের প্রকৃতি সম্পর্কে মিথ্যা তথ্য দেয়, যা এর চিকিৎসা ও বিধিনিষেধ নিয়ে মানুষকে ভুল দিকে প্রভাবিত করে।

ফেসবুকও করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, আমরা সামনের সপ্তাহ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় এমন তথ্যগুলো জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সরিয়ে ফেলব।

আরও পড়ুন : স্মার্টফোন স্লো? জেনে নিন কি করবেন

প্রসঙ্গত, বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসেবে ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য। সর্বশেষ আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুর এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড