• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেভাবে সুরক্ষিত রাখবেন জি-মেইলের পাসওয়ার্ড

  প্রযুক্তি ডেস্ক

২৮ নভেম্বর ২০২০, ১৩:৪৯
জি-মেইল
যেভাবে সুরক্ষিত রাখবেন জি-মেইলের পাসওয়ার্ড (প্রতীকী ছবি)

ব্যক্তিগত ছাড়াও অফিসের নানা কাজে আমাদের অনেকেই ই-মেইল ব্যবহার করি। এটি বর্তমানে সবার প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাকারদের হাত থেকে নিজের ই-মেইল সুরক্ষিত রাখার দিকেও নজর দিতে হবে। জেনে নিন ই-মেইল সুরক্ষিত রাখতে কোন কোন পদক্ষেপ নেবেন-

# প্রতিবার যখন পাসওয়ার্ড বদল করছেন, তা যেন একেবারেই আলাদা হয়। আগের পাসওয়ার্ডের সঙ্গে তার যেন কোনো মিল না থাকে, সেটা খেয়াল রাখতে হবে।

# হ্যাকারদের নজর থেকে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতি মাসে আপনার মেইল আইডির পাসওয়ার্ড বদলানো জরুরি।

# পাশাপাশি কমা, আপার কেস লেটার, সংখ্যা, লোয়ার কেস লেটার দিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।

মোবাইলে কীভাবে বদলাবেন জি-মেইলের পাসওয়ার্ড?

প্রথমে ফোনে জি-মেইল অ্যাপ খুলুন। তারপর সেটিংসে গিয়ে আপনার মেল আইডি প্রেস করুন। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করুন। তারপর সিকিউরিটি সেকশনে যান।

সাইনিং ইন টু গুগল অপশনে গিয়ে পাসওয়ার্ডে ট্যাপ করুন। এরপর আপনাকে অ্যাকাউন্ট সাইন ইন করতে বলা হবে। সাইন ইন করার পর নতুন পাসওয়ার্ড লাগবে। তারপর ট্যাপ করে পাসওয়ার্ড বদলান।

ডেস্কটপ থেকে কীভাবে বদলাবেন জি-মেইল পাসওয়ার্ড?

আপনার কম্পিউটারে জি-মেইল খুলুন। তারপর আপনার প্রোফাইলের ওপর ক্লিক করুন। সার্কুলার আইকনে প্রেস করুন। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন।

আরও পড়ুন : পৃথিবীতে আনা হচ্ছে চাঁদের পাথর

এবার সিকিউরিটি অপশনে গিয়ে গুগলে সাইন ইন করুন। তারপর পাসওয়ার্ড নির্বাচন করুন। এর পরের ধাপে সাইন ইন করতে বলা হবে। তারপর নতুন পাসওয়ার্ড দিন এবং পাসওয়ার্ড বদল করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড