• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পৃথিবীতে আনা হচ্ছে চাঁদের পাথর

  প্রযুক্তি ডেস্ক

২৮ নভেম্বর ২০২০, ১১:৩৬
চাঁদের পাথর
পৃথিবীতে আনা হচ্ছে চাঁদের পাথর (ছবি : সংগৃহীত)

পৃথিবীতে চাঁদের পাথর আনতে চলেছে চীন। গবেষণার জন্য তারা চাঁদের পাথর আনছে। এই লক্ষ্যে ইতোমধ্যেই একটি মহাকাশযান চাঁদের অভিমুখে পাঠানো হয়েছে।

গত জুলাইয়ে মঙ্গলে মহাকাশযানটি পাঠিয়েছে চীন। ২০২২ সালে তারা মহাকাশকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। আর ২০২৯ সালে হবে চীনের বৃহস্পতি অভিযান।

কিন্তু তার আগেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে চীন। চীনের মহাকাশযান আট দিন পরে পৌঁছবে চাঁদের কক্ষপথে। তারপর শুরু হবে চাঁদ থেকে পাথর-মাটি সংগ্রহের কাজ। আমেরিকা, রাশিয়ার পর চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে পাথর আনবে।

চীনের সব চেয়ে বড় রকেট ‘লং মার্চ ৫’ থেকে পাঠানো হয়েছে মহাকাশযানটি। আট হাজার দুই শ’ কেজি ওজনের মহাকাশযানটি চাঁদের কক্ষপথে পৌঁছাবার পর শুরু হবে ল্যান্ডার ও অ্যাসেন্ডারের চন্দ্রপৃষ্ঠে অবতরণের কাজ। ল্যান্ডারের রোবোটিক হাত চাঁদের মাটি-পাথর নিয়ে অ্যাসেন্ডারে জমা করবে। তারপর অ্যাসেন্ডার চাঁদের কক্ষপথে ফিরবে।

এরপর সেখানে অ্যাসেন্ডার যুক্ত হবে মহাকাশযানের সঙ্গে। রিটার্ন ক্যাপসুলে পাথর-মাটি দিয়ে দেবে। তারপর পৃথিবীতে ফেরার যাত্রা শুরু। সব ঠিক থাকলে ২৩ দিন পরে তা আবার ফিরে আসবে পৃথিবীতে।

আরও পড়ুন : করোনা পরীক্ষা করছে রোবট

এর ফলে চন্দ্ররহস্য আরও খুলে যাবে এতে সন্দেহ নেই। একই সাথে অনেকাংশেই বাড়বে চাঁদ নিয়ে গবেষণার পরিধি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড