• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করলে পড়তে পারেন ভয়ঙ্কর বিপদে

  প্রযুক্তি ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ২২:৪২
পাসওয়ার্ড
ছবি : প্রতীকী

বিশ্বে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটার সঙ্গে সঙ্গে বেড়েছে পাসওয়ার্ডের কদর। বর্তমানে ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে ক্রেডিট কার্ড সব জায়গায়ই রয়েছে পাসওয়ার্ডের ব্যবহার। ফলে আপনার গোপনীয় সব তথ্য থেকে শুরু করে ব্যাংক ব্যালন্সই সবই নিরাপদ থাকে পাসওয়ার্ডের কারণে।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই 'পাসওয়ার্ড' নিয়ে আমরা অনেকেই বিশেষ মাথা ঘামাই না। যে পাসওয়ার্ড সহজে মনে রাখা যায়, সেটিকেই আমরা সাধারণত বেছে নিয়ে থাকি। আর এতেই অনেকক্ষেত্রে লুকিয়ে থাকে বিপদ। আমরা এমনকিছু পাসওয়ার্ড দিয়ে বসি, যা সহজেই হ্যাকাররা ব্রেক করে ফেলে।

পাসওয়ার্ড ম্যানেজার 'নর্ডপাস'-এর প্রতিবেদনে সম্প্রতি ২০২০ সালে ব্যবহৃত এমনই ২০০টি পাসওয়ার্ডের কথা প্রকাশ্যে আনা হয়েছে। যার মধ্যে রয়েছে সর্বপ্রথম রয়েছেন '123456', এটি ২৩ মিলিয়ন বার ব্যবহৃত হয়েছে। ব্যবহারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে '123456789' পাসওয়ার্ডটি। তৃতীয় স্থানে রয়েছেন 'picture1'।

প্রসঙ্গত, ২০১৫ সালেও '123456' পাসওয়ার্ডটি শীর্ষস্থানে ছিল। এ থেকেই বোঝা যাচ্ছে, গত ৫ বছরে বিশেষ কিছু পরিবর্তন হয়নি। চলুন দেখে নেওয়া যায় এ বছর (2020) সবথেকে ব্যবহৃত ২০টি পাসওয়ার্ড। ‘123456', ‘123456789', ‘picture1', ‘password', ‘12345678', ‘111111', ‘123123', ‘12345', ‘1234567890', ‘senha', ‘1234567', ‘qwerty', ‘abc123', ‘Million2', ‘000000', ‘1234', ‘iloveyou', ‘aaron431', ‘password1', এবং ‘qqww1122'।

এছাড়াও প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘aaron431' পাসওয়ার্ডটি ৯০ হাজার বার, chocolate পাসওয়ার্ডটি ২১ ৪০৯ বার, pokemon পাসওয়ার্ডটি ৩৭ হাজার বার ব্যবহৃত হয়েছে।

সর্বধিক ব্যবহৃত এই পাসওয়ার্ডগুলোর কোনোটি আপনিও ব্যবহার করেননি তো? তাহলে কিন্ত সাবধান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড