• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনা হ্যাকারদেরে নজরে ভারতের সরকারি ওয়েবসাইট?

  প্রযুক্তি ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৬
ছবি : প্রতীকী

ভারতের সরকারি ওয়েবসাইটগুলোতে চীনের হ্যাকাররা হানা দিতে পারে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমনই তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, পাঁচজন চীনা হ্যাকার নজর রাখছে ভারতের সরকারি ওয়েবসাইটগুলোর দিকে। খবর সংবাদ প্রতিদিনের।

যুক্তরাষ্ট্রের 'ডিপার্টমেন্ট অব জাস্টিস'-এর তরফে পেশ করা ওই রিপোর্টে জানানো হয়েছে।

আমেরিকার অভিযোগ, ওই হ্যাকাররা ইতিমধ্যেই মার্কিন মুলুক ও অন্য দেশের শতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। তার মধ্যে রয়েছে রাজনীতিতিবিদ কিংবা বিদেশের বহু সরকারি ওয়েবসাইট। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্ট সংস্থা, হার্ডওয়ার প্রস্তুতকারক সংস্থা, সোশ্যাল মিডিয়া সংস্থা, ভিডিও গেম সংস্থা, অলাভদায়ক সংস্থা, বিশ্ববিদ্যালয়— নানা ওয়েবসাইটই হ্যাক করেছে ওই হ্যাকাররা।

চীনের হ্যাকাররা কীভাবে চক্রান্ত করে ভারতসহ নানা দেশের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করতে পরিকল্পনা করেছে সে বিষয়ে বিশদে জানিয়েছে 'ডিপার্টমেন্ট অব জাস্টিস'। ওই বিভাগের অ্যাটর্নি জেনারেল জেফ্রি এ রসেন জানিয়েছেন, তাদের ডিপার্টমেন্ট চীনা হ্যাকারদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সমস্ত পন্থাই অবলম্বন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড