• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের বাজারে নতুন ফোন ছাড়ল ভিভো

  প্রযুক্তি ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫
ভিভো ওয়াই২০
ভিভো ওয়াই২০ (ছবি : সংগৃহীত)

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে বহুজাতিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। অনলাইন গেমিং ও মুভি স্ট্রিমিংয়ে নিরবচ্ছিন্ন সুবিধা দিতে এ ফোন বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ভিভো স্মার্টফোনটির মডেল ওয়াই২০। এ স্মার্টফোনটির মূল্য ১৪ হাজার ৯৯০ টাকা। ফোনটি অবশিডিয়ান ব্ল্যাক ও নেবুলা ব্লু এ দুটি রঙে পাওয়া যাবে।

সেরা পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই২০ তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ এর পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির কারণে এক চার্জেই ১৬ ঘণ্টা পর্যন্ত মুভি স্ট্রিমিং ও টানা ১১ ঘণ্টা পর্যন্ত অনলাইন গেইম খেলার সুবিধাও পাওয়া যাবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশি গ্রাহকদের জন্য বাজারে ছাড়া ভিভো ওয়াই২০ স্মার্টফোনের ৬.৫১ ইঞ্চির ডিসপ্লেতে আই প্রোটেকশান মোড যুক্ত করেছে ভিভো।

এছাড়া ভিভো ওয়াই২০ ফোনে আলট্রা গেমিং মোড যুক্ত করায় ব্যবহারকারীরা স্মার্টফোনটিতে প্রো স্ট্যান্ডার্ড গেমিং অভিজ্ঞতা পাবেন। এছাড়া এতে ব্যবহার করা সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ০.২২ সেকেন্ডে অনস্ক্রিন এবং ০.৩৭ সেকেন্ডে অফস্ক্রিন আনলক করতে সক্ষম।

স্মার্টফোনটির র‌্যাম ৪ জিবি ও রম ৬৪ জিবি রয়েছে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ভিভো ওয়াই২০ ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের একটি এবং পেছনে ১৩, ২ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড