• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজারে আসছে নতুন রিয়েলমি ওয়াচ

  প্রযুক্তি ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩
রিয়েলমি
ছবি: সংগৃহীত

শীঘ্রই বাজারে আসছে চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমির ওয়াচ এস প্রো। সম্প্রতি এ তথ্য জানা গেছে।

সম্প্রতি জার্মানির বার্লিনে আইএফএ ২০২০ ইভেন্টে রিয়েলমি তাদের নতুন ওয়াচ এস প্রো প্রদর্শন করে। এ সময় এই ওয়াচের বিশেষত্ব সম্পর্কে রিয়েলমি বিস্তারিত কিছু জানায়নি। তবে এটা জানা গেছে ডিভাইসটি শিগগিরই বাজারে আসবে।

এছাড়া আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতেও নতুন এ ওয়াচ দেখা গেছে। সার্টিফিকেশন সাইট থেকে রিয়েলমি ওয়াচ এস প্রো এর ছবি ও ইউজার ম্যানুয়াল প্রকাশ্যে এসেছে।

সার্টিফিকেশন সাইট থেকে জানা যায়, রিয়েলমি ওয়াচ এস প্রো এর মডেল নম্বর আরএমএ১৮৬। ইউজার ম্যানুয়াল থেকে আরও জানা যায়, এতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের সাইজ হবে ১.৩৯ ইঞ্চি। এই ডিসপ্লের রেজুলেশন থাকবে ৪৫৪ x ৪৫৪ পিক্সেল।

অন্যান্য স্মার্ট ওয়াচ এর মত রিয়েলমি স্মার্টওয়াচও চলা, দূরত্ব, ক্যালরি এবং হার্ট রেট ট্র্যাক করতে পারবে। যার মধ্যে থাকবে ডাইনামিক হার্ট রেট মনিটরিং। এটি আপনার সমস্ত অ্যাক্টিভিটি (হাঁটা/দৌড়ানো) শনাক্ত করতে পারবে। এছাড়াও আপনি সঠিক ঘুমাচ্ছেন কিনা তাও বলে দিতে পারবে। এছাড়াও এটি মিউজিক ও ক্যামেরা অ্যাপ কন্ট্রোল করতে দেবে। সাথে কল নোটিফিকেশন ও ফাইন্ড মাই ফোন ফিচার থাকবে।

রিয়েলমি ওয়াচ এস প্রো ৪২০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এর ওজন হবে ৬৩.৫ গ্রাম। কানেক্টিভিটির জন্য এখানে ব্লুটুথ এবং জিপিএস ও গ্লোনাস চিপ ইনবিল্ট থাকবে। এছাড়াও এটি অ্যাকসিলোমিটার, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক, অপটিক্যাল হার্ট রেট, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং ক্যাপাসিটিভ টাচ সেন্সরসহ লঞ্চ হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড