• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোম অফিসের অনুমতি পেল ফেসবুকের কর্মীরা

  প্রযুক্তি ডেস্ক

০৯ আগস্ট ২০২০, ১৭:২৮
ফেসবুক
হোম অফিসের অনুমতি পেল ফেসবুকের কর্মীরা (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে মহামারি রূপে গর্জে ওঠা প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবল রোধে এবার কর্মীদের বাসা থেকে কাজ (হোম অফিস) করার অনুমতি দিয়েছে ফেসবুক। শুধু তাই নয়, বাসায় অফিসের পরিকাঠামো তৈরির জন্য অতিরিক্ত ১ হাজার মার্কিন ডলার (প্রায় ৮৫ হাজার টাকা) আর্থিক সাহায্যও দেওয়া হবে কর্মীদের।

এ প্রসঙ্গে ফেসবুকের এক মুখপাত্র ঘোষণা করেছেন, ‘সরকার ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এবং আমাদের সংস্থার অভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষিতে এই বিষয়ে (করোনা ভাইরাস) সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কর্মীরা ২০২১ সালের জুলাই পর্যন্ত বাসা থেকে কাজ করতে পারবেন।’

কর্মীদের পাঠানো এক ই-মেইল বার্তায় ফেসবুক জানিয়েছে, ‘এর বাইরে বাড়িতে অফিসের প্রয়োজনীয় কাজকর্মের জন্য কর্মীদের ১ হাজার মার্কিন ডলার দেয়া হবে। এই অর্থ বেতনের বাইরে অতিরিক্ত অনুদান।’

তবে বিষয়টিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব এলাকায় সরকারের ছাড়পত্র রয়েছে এবং যেখানে গত দুই মাস ধরে করোনা সংক্রমণ নিয়মিত কমছে, সেসব এলাকায় ধীরে ধীরে অফিস চালুর প্রক্রিয়া শুরু করবে। যা অবশ্যই নিয়ন্ত্রণবিধি মেনেই অফিস চালানো হবে।

ফেসবুক আরও জানিয়েছে, আমেরিকা ও লাতিন আমেরিকায় চলতি বছরের শেষের দিকেই সংস্থার অফিস খুলতে শুরু করবে তারা।

আরও পড়ুন : টিকটক কিনতে চলেছে টুইটার?

এর আগে জুলাইয়ের শেষের দিকে তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল ঘোষণা করেছিল, তাদের কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন।

এ দিকে, চলমান মহামারির কারণে টুইটার তাদের কর্মীদের অনির্দিষ্টকালের জন্য বাসা থেকে কাজ করার সুবিধা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড