• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্যামসাংকে ছাড়িয়ে স্মার্টফোন বিক্রির শীর্ষে হুয়াওয়ে

  প্রযুক্তি ডেস্ক

০২ আগস্ট ২০২০, ১২:২৮
হুয়াওয়ে
হুয়াওয়ে

করোনায় বিশ্ব বাজারে চাহিদা মিটিয়ে চলতি বছরে মাঝামাঝি সময়ে স্যামসাং-কে ছাড়িয়ে স্মার্টফোন বিক্রির শীর্ষে পৌঁছেছে হুয়াওয়ে। খবর রয়টার্সের।

এপ্রিল থেকে জুনের মাঝেই বিশ্ববাজারে প্রায় ৫ কোটি ৬০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে। যেখানে স্যামসাং-এর সীমা ৫ কোটি ৪০ লাখে আটকে গেছে।

চীনের উপরে মার্কিন নিষেধাজ্ঞা জারির পর হুয়াওয়ের বাণিজ্যিক খাত চাপের সম্মুখীন হলেও, মার্কিন চাপ কাটিয়ে বর্তমান বাজারে চাহিদায় জনপ্রিয় হুয়াওয়ে।

চীনের নিজস্ব বাজারে স্মার্টফোনের চাহিদা মিটিয়ে ৯৭ থেকে ৯৮ শতাংশ স্মার্টফোন বিশ্ব বাজারে রপ্তানি করেছে হুয়াওয়ে।

গতবছর এ সময়ে হুয়াওয়ের রপ্তানির পরিমাণ ৫ শতাংশ কমে গিয়েছিল, যেখানে এ বছরে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপসহ বিভিন্ন দেশে স্যামসাং-এর চাহিদা ৩০ শতাংশ কমে গেছে।

হুয়াওয়ের এক মুখপাত্র জানান, এমন ক্রান্তিকালে সূচকের এই উত্থানই আমাদের জয়ের সংবাদ।

যদিও করোনার প্রভাবে বিশ্ববাজারে হুয়াওয়ের চালান ২৭ শতাংশ কমে গেছে এবং চীনে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হুয়াওয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “বিগেস্ট স্মার্টফোন সেলার” খ্যাতি তখনই কার্যকর হবে যদি বাজারে আমাদের অবস্থান কেউ ছিনিয়ে নিতে না পারে।

আরও পড়ুন : করোনার মধ্যেও লাভের পাহাড় গড়েছে স্যামসাং

মঙ্গলবার স্যামসাং জানিয়েছিল, তারা আশা করছে “বিগেস্ট স্মার্টফোন সেলার”-এর খ্যাতি ধরে রাখবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড