• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী জুন পর্যন্ত ‘হোম অফিস’ করবেন গুগলের কর্মীরা

  প্রযুক্তি ডেস্ক

২৯ জুলাই ২০২০, ১৮:৪৫
গুগল
আগামী জুন পর্যন্ত ‘হোম অফিস’ করবেন গুগলের কর্মীরা (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে আগামী বছরের জুনের শেষ পর্যন্ত কর্মীদের হোম অফিস বা বাসা থেকে কাজ করার সুবিধা দেবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

যদিও চলতি বছরের মে মাসে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, চলতি বছরের জুন মাসের মধ্যে কার্যালয় খোলার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু অধিকাংশ গুগল কর্মীই বছরের শেষ পর্যন্ত বাসা থেকে কাজ করতে চাইছেন। এই পরিস্থিতিতে নিজেদের নতুন সিদ্ধান্ত জানাল গুগল।

এ ব্যাপারে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলছে, গত সপ্তাহে সিদ্ধান্তটি নিজে নিয়েছেন অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই। এ বিষয়ে কয়েকজন নির্বাহীর সঙ্গেও আলোচনায় বসেছিলেন তিনি।

আরও পড়ুন : নতুন ফিচার আনছে গুগল ক্রোম

তবে গুগল ছাড়াও অন্যান্য অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান নিজ কর্মীদের ২০২০ সালের শেষ পর্যন্ত বাসা থেকে কাজ করার সুবিধা দিচ্ছে। কোভিড-১৯ সংক্রমণ থেকে কর্মীদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটার নিজেদের বেশকিছু কর্মীকে অনির্দিষ্টকালের জন্য বাসা থেকে কাজের সুবিধা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড