• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন ফিচার আনছে গুগল ক্রোম

  প্রযুক্তি ডেস্ক

২৯ জুলাই ২০২০, ১৭:৩৪
গুগল ক্রোম
নতুন ফিচার আনছে গুগল ক্রোম (ছবি : সংগৃহীত)

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের ক্রোম ব্রাউজারে যোগ হতে চলেছে ‘রিড লেটার’ ফিচার। এটির মাধ্যমে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে যে কোনো ট্যাব সেভ করে রাখতে পারবেন।

বর্তমানে ফিচারটি ক্রোম ৮৬ ক্যানারি ব্রাউজারে অন্য একটি ফ্ল্যাগ ফিচারের তত্ত্বাবধায়নে পরীক্ষামূলক ব্যবহার চলছে। তবে এর আগে আর্টিকেল বা অনলাইন পেইজ সেভ করে রাখার জন্য ক্রোমে তৃতীয় পক্ষের তৈরি একাধিক এক্সটেনশন পাওয়া যেত।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকডোজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে ফায়ারফক্স ব্রাউজারে আগে থেকেই ‘Integrated Pocket’ নামে একটি অপশন রয়েছে। যা গ্রাহককে একই সুবিধা দিয়ে আসছে। একইভাবে মাইক্রোসফটের এজেও গুরুত্বপূর্ণ পেইজ সেভ করে রাখা যায়। যা পরে অফলাইনেও বের করে পড়া যায়।

কিন্তু ফিচারটি আইফোন এবং আইপ্যাডে অনেক আগে থেকেই রয়েছে। আইফোন এবং আইপ্যাডের ক্রোম ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন ভাবেই এই অপশনাল ফিচারটি দেওয়া রয়েছে।

অন্যান্য অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য ক্রোমের এই রিডিং লিস্টে পেইজ যোগ করতে হলে স্ক্রিনের ডানপাশে শেয়ার অপশনে ক্লিক করে ‘রিড লেটার’ বাটনে চাপ দিলেই তালিকায় চলে যাবে।

ফিচারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে আনেবল করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে-

* প্রথমে ক্রোম ব্যাউজার খুলুন।

* এরপর সার্চ বারে ‘chrome://flags’ লিখে এন্টার চাপুন।

* এবার ‘Read Later’ অপশনটি খুঁজে বের করুন।

আরও পড়ুন : গুগলের থেকে নিজের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

* তারপর অপশনটি আনেবল করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন।

তবে ক্রোম জানিয়েছে খুব শিগগিরই ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড