• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপত্তা বাড়াতে ‘মেসেঞ্জার লক’ ফিচার আনছে ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

২৬ জুলাই ২০২০, ১৭:৫১
মেসেঞ্জার
নিরাপত্তা বাড়াতে ‘মেসেঞ্জার লক’ ফিচার আনছে ফেসবুক (ছবি : সংগৃহীত)

ব্যবহারকারীর গোপনীয়তা বাড়াতে মেসেঞ্জারে অ্যাপ লক ফিচার আনতে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক। অ্যাপ লক ফিচার চালু করলে আপনার মেসেঞ্জার অ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না। এতে আঙুলের ছাপ ও ফেইস শনাক্তকরণ নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে।

মার্ক জুকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই নতুন এই ফিচারটি আইফোন ব্যবহারকারীদের ডিভাইসে উন্মুক্ত করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে আপডেটটি আসতে আরও কয়েক মাস সময় লাগবে।

নতুন ফিচারের পাশাপাশি মেসেজ ও কলের ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে ফেসবুক। কেউ যেন সরাসরি আপনাকে কল না করতে পারে, সেই অপশনও রাখা হবে। একইভাবে ফ্রেন্ডলিস্টে না থাকা ব্যক্তিরা যে ছবি পাঠাচ্ছেন, সেটিও প্রতিরোধের ব্যবস্থা করবে ফেসবুক। আর অনাহূত ছবি এলে ঝাপসা হয়ে যাবে।

আরও পড়ুন : হারিয়ে যাওয়া মুঠোফোনের লোকেশন জানার কৌশল

তবে নতুন এই ফিচারগুলো ঠিক কবে নাগাদ আসবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি ফেসবুক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড