• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ কোরিয়ায় জরিমানা গুণল টিকটক

  প্রযুক্তি ডেস্ক

১৬ জুলাই ২০২০, ২০:৫৩
টিকটক
যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ কোরিয়ায় জরিমানা গুণল টিকটক (ছবি : সংগৃহীত)

ভুলভাবে শিশুদের ডেটা মজুদের কারণে দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে পড়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। একই সঙ্গে অ্যাপটির গোপনতা বিষয়ে শঙ্কা বাড়ছে গ্রাহকদের।

সম্প্রতি প্রতিষ্ঠানটিকে ১৮ কোটি ৬০ লাখ ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) জরিমানা করেছে কোরিয়া কমিউনিকেশনস কমিশন (কেসিসি)।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বছরই এ বিষয়ে তদন্ত শুরু করেছে কেসিসি। কোরিয়ার সামাজিকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম নজরদারি সংস্থাটি দাবি করছে, অভিভাবকের সম্মতি ছাড়াই ১৪ বছরের কম বয়সী শিশুদের ডেটা জোগাড় করেছে টিকটক। জরিমানার অঙ্কটি সামাজিক মাধ্যমটির বার্ষিক আয়ের প্রায় তিন শতাংশ।

যদিও এ ব্যাপারে টিকটক বলছে, আইন মানতে তারা ‘গভীরভাবে অঙ্গীকারবদ্ধ’। তদন্তে দেখা গেছে, ছয় মাসে প্রতিষ্ঠানটিতে শিশুদের ছয় হাজারের বেশি রেকর্ড এসেছে, যা স্থানীয় গোপনতা আইন মানছে না।

কেসিসি আরও জানিয়েছে, গ্রাহকের ব্যক্তিগত ডেটা বাইরে স্থানান্তরিত হচ্ছে গ্রাহকদের সেটি জানাতেও ব্যর্থ হয়েছে টিকটক।

এ প্রসঙ্গে টিকটকের এক মুখপাত্র বলেন, ‘ডেটা গোপনতার ক্ষেত্রে আমরা অনেক উচ্চ মান বজায় রাখি এবং আমাদের মান আরও উন্নত ও শক্তিশালী করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’

অন্যদিকে এক সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, টিকটকসহ চীনা সামাজিক মাধ্যম অ্যাপগুলো নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে তারা।

যুক্তরাষ্ট্রে শিশুদের ডেটা গোপনীয়তা রক্ষা না করার কারণে গত বছর ফেব্রুয়ারিতে টিকটককে ৫৭ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দেশটি।

আরও পড়ুন : নির্ধারিত সময়ে আসছে না স্যামসাং গ্যালাক্সি ফোল্ড-২

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা চলাকালীন গত মাসে টিকটক নিষিদ্ধ করেছে ভারতও।

চলতি মাসের শুরুতে টিকটিকের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে, চীনের নতুন নিরাপত্তা আইন প্রয়োগের কারণে হংকংয়ে বন্ধ হচ্ছে এই সেবা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড