• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্ধারিত সময়ে আসছে না স্যামসাং গ্যালাক্সি ফোল্ড-২

  প্রযুক্তি ডেস্ক

১৬ জুলাই ২০২০, ১৮:১০
স্যামসাং গ্যালাক্সি ফোল্ড-২
নির্ধারিত সময়ে আসছে না স্যামসাং গ্যালাক্সি ফোল্ড-২ (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে স্যামসাংয়ের তৃতীয় ভাঁজযোগ্য ফোন গ্যালাক্সি ফোল্ড-২ আগামী মাসের ৫ তারিখ অবমুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সম্ভাবনা আপাতত নেই। এমনটাই জানিয়েছেন এক্সডিএ ডেভেলপারের ম্যাক্স উইনব্যাক।

তিনি বলেন, ডিভাইসটির সফটওয়্যার তৈরির কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে ফোনটি সেপ্টেম্বরেও আসবে কি না তা এখনই বলতে পারছে না উৎপাদক প্রতিষ্ঠান। এটি অক্টোবর নাগাদ আসতে পারে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ইন্দো-এশীয় নিউজ সার্ভিস (আইএএনএস) জানায়, এ দিকে গ্যালাক্সির সবচেয়ে আধুনিক নোট-২০ আলট্রা ফোনটিতে থাকছে ১০৮ মেগাপিক্সেলের তিন লেন্স বিশিষ্ট ব্যাক ক্যামেরা। এছাড়া ফোনটিতে থাকবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট বড় সাইজের স্ক্রিন।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপের ‘ক্লোন’ ব্যবহার করছেন না তো?

গ্যালাক্সির নতুন ভাঁজযোগ্য ফোনটির দাম হতে পারে প্রায় দুই হাজার ডলার। তবে নির্মাতা প্রতিষ্ঠানটি এর একটি সাশ্রয়ী সংস্করণও আনার পরিকল্পনা করছে যার ইন্টারনাল স্টোরেজ হতে পারে ২৫৬ গিগাবাইট। যেখানে বর্তমান সমংয়ের স্যামসাংয়ের ভাঁজযোগ্য ফোনের মেমরি (এক্সটার্নাল) ৫১২ গিগাবাইট।

তথ্যসূত্র : টেকরাডার ডট কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড