• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাজ্য বন্ধ করল হুয়াওয়ের ৫জি সেবা

  প্রযুক্তি ডেস্ক

১৫ জুলাই ২০২০, ১১:৩২

চলতি বছর শেষে যুক্তরাজ্যের কোন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান চীনা টেকজায়ান্ট হুয়াওয়ের ৫জি পণ্য কিনতে পারবে না। চীনের এই প্রতিষ্ঠানের সরবরাহ করা ৫জি’র সব পণ্য ২০২৭ সালের মধ্যে যুক্তরাজ্য থেকে সরিয়ে ফেলা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) এই সিদ্ধান্তের কথা যুক্তরাজ্যের প্রযুক্তি সচিব অলিভার ডাউডেন হাউজ অব কমন্স'এ জানিয়ে দিয়েছেন। খবর বিবিসি।

অলিভার ডাউডেন বলেন, এটা অবশ্যই কোন সহজ সিদ্ধান্ত নয়। কিন্তু এরপরও যুক্তরাজ্যের টেলিকম নেটওয়ার্ক খাত, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য এটা অবশই দীর্ঘমেয়াদী একটি ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে হুয়াওয়ের প্রযুক্তি পণ্যকে হুমকি উল্লেখ করে প্রতিষ্ঠানটির পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এবার তাদের পথেই হাঁটল যুক্তরাজ্য।

তবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত দেশটির প্রযুক্তিপ্রেমীদের জন্য বাজে খবর বলে মন্তব্য করেছে হুয়াওয়ে। এতে ব্রিটেনে প্রযুক্তি বিভক্তি বাড়বে বলেও মন্তব্য করে করেছে টেকজায়ান্ট হুয়াওয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড