• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পথে গুগল

  প্রযুক্তি ডেস্ক

১৩ জুলাই ২০২০, ১৬:৩৫
গুগল
ভারতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পথে গুগল (ছবি : সংগৃহীত)

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ভারতে ১ হাজার কোটি ডলার অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা বৃহৎ এই বিনিয়োগ করতে চলেছে।

সোমবার (১৩ জুলাই) গুগল থেকে জানানো হয়েছে, এই অর্থ দিয়ে গুগল কয়েকটি ভারতীয় সংস্থার শেয়ার কিনবে। মূলত ডিজিটাল সার্ভিস প্রোভাইডার সংস্থার শেয়ার কেনার ওপরে জোর দেওয়া হবে।

এ নিয়ে গুগলের কর্তা সুন্দর পিচাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা হলো। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা নানা বিষয়ে কথা বলেছি। প্রযুক্তির সাহায্যে কীভাবে ভারতের তরুণ উদ্যোগপতিদের সাহায্য করা যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন : করোনায় চালক-যাত্রীদের সুরক্ষায় সেফটি ফিচার আনল উবার

এ ব্যাপারে সুন্দর পিচাই বলেন, গুগল মনে করে, ভারতে ডিজিটাল অর্থনীতির বিরাট ভবিষ্যৎ আছে। আমরা সেই সুযোগ নিতে আগ্রহী। তাই আগামী কয়েক বছরে আমরা ভারতে ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করব। তারা কেবল বড় কোম্পানিতে বিনিয়োগ করবেন না। ছোট কোম্পানিতেও বিনিয়োগ করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড