• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আড়াই কোটি মানুষকে মাইক্রোসফটের ডিজিটাল প্রশিক্ষণের উদ্যোগ

  প্রযুক্তি ডেস্ক

০৯ জুলাই ২০২০, ২১:৩৩
মাইক্রোসফট
আড়াই কোটি মানুষকে মাইক্রোসফটের ডিজিটাল প্রশিক্ষণের উদ্যোগ (ছবি : সংগৃহীত)

মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। এর ফরে দেশে দেশে চাকরি হারাচ্ছে অসংখ্য মানুষ। একই সঙ্গে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে বেকার সমস্যা। এ দিকে, বেশির ভাগ কাজই এখন ডিজিটালে রূপান্তর হয়েছে। এরই ধারাবাহিকতায় মানুষ এখন ঘরে বসেই অফিস সামলাচ্ছে। তাই বর্তমান সময়ের ভিত্তিতে ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে যেসব দক্ষতার প্রয়োজন সে বিষয়ে বিনামূল্যে দুই কোটি ৫০ লাখ মানুষকে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট।

এ প্রসঙ্গে মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী দুই কোটি ৫০ লাখ মানুষকে বিনামূল্যে ডিজিটাল দুনিয়ার প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে এ বছরের শেষ দিক থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে প্রতিষ্ঠানটি।

মার্কিন এই প্রতিষ্ঠানটি জানায়, অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে তারা ২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে। এছাড়া লিঙ্কডইন ও গিটহাবের মতো প্ল্যাটফর্মগুলোকে ক্যারিয়ার ফোকাসড প্রশিক্ষণ চালু করার আমন্ত্রণ জানিয়েছে।

এ ব্যাপারে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক ব্লগ পোস্টে জানান, অর্থনীতির পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজের অবস্থান নিশ্চিত করতে অবশ্যই ডিজিটাল দক্ষতা অর্জনের ওপর বিশেষভাবে জোর দিতে হবে।

আরও পড়ুন : যেসব ফিচারে আসতে পারে ফোল্ডেবল আইফোন

এ দিকে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর প্রধান গাই রাইদের বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশ্বে অবস্থা খারাপ হতে চলেছে। চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ, যা দিনের পর দিন আরও বেশি খারাপ হচ্ছে। হয়তো এমন পরিস্থিতি আমরা কেউ কখনো দেখিনি। পরিসংখ্যান থেকে দেখা যায় উন্নয়নশীল দেশগুলোতে এই অবস্থা আরও ভয়াবহ হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড