• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পানিতে ভিজে গেছে প্রিয় মুঠোফোনটি? জেনে নিন করণীয়

  প্রযুক্তি ডেস্ক

০৮ জুলাই ২০২০, ২৩:২৪
মুঠোফোন
পানিতে ভিজে গেছে প্রিয় মুঠোফোনটি? জেনে নিন করণীয়

প্রাণঘাতী করোনার ভাইরাস আর তীব্র গরমের মাঝেই থেমে থেমে বৃষ্টি জানান দিচ্ছে বর্ষার আগমনের। বর্ষার এই মৌসুমি বৃষ্টিতে ভিজে সাধের ফোনটিও ভিজে যেতে পারে। আবার অসতর্কতায় পানিতে পড়ে ফোনটি ভিজেও যেতে পারে। এখন অনেক কোম্পানি ওয়াটার প্রুফ ফোন বানিয়েছে। কিন্তু তাদের মূল্য আকাশছোঁয়া। যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। কিন্তু আপনার ফোন যদি ওয়াটার প্রুফ না হয় তাহলে আপনাদের জন্য রয়েছে কয়েকটি টিপস। এর মাধ্যমে সামান্য কয়েকটি উপায়ে পানিতে পড়ে যাওয়া ফোন আপনি ঠিক করতে পারবেন। তাও আবার বাড়িতে বসে কোনো খরচ ছাড়াই। জেনে নিন-

* ফোন পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন। যত বেশি পানি থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। পানি বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পার। এতে ফোনে থাকা সমস্ত ডেটা মুছে যায়।

* ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনও ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

* সিম কার্ডও বাইরে বার করে রাখুন। এরপর ফোনের ভিতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন।

* ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।

* ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে।

আরও পড়ুন : গুগলের বেলুন থেকেই মিলবে ৪জি ইন্টারনেট সেবা!

* এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।

* ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।

এরপরও যদি আপনার ফোন চালু না হয় তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড