• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

উন্নত ক্যামেরা লেন্সে আসবে আইফোন ১২

  প্রযুক্তি ডেস্ক

০৬ জুলাই ২০২০, ২২:২৩
আইফোন
উন্নত ক্যামেরা লেন্সে আসবে আইফোন ১২ (ছবি : সংগৃহীত)

আইফোনের মাধ্যমে আরও ভালো মানের ছবি তোলার লক্ষ্যে নতুন আইফোন ১২ এর পেছনে আরও উন্নত লেন্স ব্যবহার করবে অ্যাপল। সম্প্রতি এমনটাই ধারণা দিয়েছেন খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো।

তিনি বলেন, জুলাই মাসের মাঝামাঝি সময়ে নতুন আইফোনের জন্য ক্যামেরা লেন্স সরবরাহ শুরু করবে অ্যাপলের উৎপাদন অংশীদার লারগান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আইএএনএস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্যামেরা লেন্স সরবরাহের পরিকল্পনা ছিল লারগানের। কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন পরিকল্পনা চার থেকে ছয় মাস পিছিয়েছে বলে জানিয়েছেন কুয়ো।

কেন এই উৎপাদন পরিকল্পনা পেছানো হলো তা নির্দিষ্ট করে বলেননি এই অ্যাপল বিশ্লেষক। তবে, করোনা ভাইরাস মহামারিই এই বিলম্বের কারণ হতে পারে।

নতুন আইফোন-১২ এর উন্মোচনও অন্তত দুই মাস পেছাতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের বদলে নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে প্রতিষ্ঠানের উন্মোচন ইভেন্ট।

আরও পড়ুন : ব্ল্যাকহোল থেকে আলোর ঝিলিক!

বছরের দ্বিতীয় প্রান্তিকে সাড়ে তিন কোটি ডিভাইস উৎপাদন করতে পারে অ্যাপল, যা প্রথম প্রান্তিকের চেয়ে পাঁচ শতাংশ এবং আগের বছর একই প্রান্তিকের চেয়ে ১৩ শতাংশ কম।

কুয়ো আরও বলেছেন, চলতি বছর পেছনে ট্রিপল ক্যামেরা লেন্সের হাই-এন্ড ৬.৭ ইঞ্চি এবং ৬.১ ইঞ্চি আইফোন মডেলের পাশাপাশি ডুয়াল ক্যামেরা লেন্সযুক্ত লো-এন্ড ৫.৪ ইঞ্চি এবং ৬.১ ইঞ্চি আইফোন মডেল বাজারে আনতে পারে অ্যাপল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড