• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের তৈরি টিকটকের বিরুদ্ধে ভারতের তথ্য চুরির অভিযোগ

  প্রযুক্তি ডেস্ক

৩০ জুন ২০২০, ০০:৫৪
টিকটক
টিকটক (ছবি : সংগৃহীত)

এবার চীনের প্রযুক্তিতে তৈরি টিকটকের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ এনেছে ভারত। ওই অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-১৪ এর একটি বিশেষ ফিচারের মাধ্যমে তথ্য চুরির বিষয়টি ধরা পরে। ওই ফিচারের সাহায্যে সহজেই ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে।

শুধু ভারতীয়দেরই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্ব জুড়ে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাত টিকটক।

সাইবার বিশেষজ্ঞ মনে করছেন, ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাকসেস করে হয়তো তাদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে এই চীনা অ্যাপ।

সম্প্রতি আইফোন ব্যবহারকারী এক টিকটক ইউজার টুইট করে বিষয়টি সামনে এনেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে টিকটকের যুক্তি গোটা বিষয়টি অনিচ্ছাকৃত এবং অজান্তেই ঘটছে।

আরও পড়ুন : সূর্যের ১০ বছরের টাইম ল্যাপ্সের ফুটেজ প্রকাশ করল নাসা

ত্রুটি সংশোধনের ইতিমধ্যেই অ্যাপ স্টোরে টিকটকের নতুন ভার্সনও দেওয়ার কথা জানিয়েছে সংস্থা। তবে বার বার এ ধরনের ‘অনিচ্ছাকৃত ত্রুটি’ ব্যবহারকারীদের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, ইউজাররের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিও যে বেশ নড়বড়ে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড