• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইনস্টাগ্রামে যোগ হলো নতুন ফিচার

  প্রযুক্তি ডেস্ক

১৬ মে ২০২০, ১৩:৪১
ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে যোগ হলো নতুন ফিচার (প্রতীকী ছবি)

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সাইবার বুলিং বা আক্রমণাত্মক বক্তব্য ঠেকাতে বেশকিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এখন থেকে ইনস্টাগ্রামে একসঙ্গে ২৫টি কমেন্ট ডিলিট, কমেন্টে নিষেধাজ্ঞাসহ অ্যাকাউন্ট ব্লক করার ফিচার যোগ করা হয়েছে। এছাড়া ইনস্টাগ্রামে ট্যাগ এবং মেনশন ফিচারেও ইউজারকে নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন আপত্তিকর ছবি বা পোস্টে কারো নাম জুড়ে দিয়ে তাকে হয়রানির শিকার করা হয়।

নতুন ফিচারের মধ্যে রয়েছে নেতিবাচক মন্তব্য শন্তাক্তকরণ। যা শনাক্ত করে একসঙ্গে ২৫টি মন্তব্য মুছে দেওয়া যাবে। সাধারণত, যাদের অ্যাকাউন্টে অনেক ফলোয়ার রয়েছে তাদের জন্য একটি করে কমেন্ট ডিলিট করা কষ্টকর, তাই এ ফিচারটি বেশ কাজে দেবে।

ইনস্টাগ্রামের আরও একটি নতুন ফিচার ‘পিনড কমেন্টস’ অ্যাড করার কথা রয়েছে। এই ফিচারটি ইউজার তার পোস্টের কমেন্ট সেকশনে ভালো কমেন্ট বা মন্তব্যটি দৃশ্যমান করে রাখতে পারবে। ফলে একটি পজিটিভ কথোপকথন গড়ে উঠতে সাহায্য করবে এই ফিচার।

আরও পড়ুন : বাজারে এসেছে কোয়ালকমের নতুন প্রসেসর

মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সাইবার বুলিং, ফেক নিউজ ছড়ানোর মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে ফেসবুকের আওতাধীন প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: টেক ক্রাঞ্চ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড