• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহামারির সময়ে গুজব ঠেকাতে নতুন ফিচার আনল টিকটক

  প্রযুক্তি ডেস্ক

০৪ মে ২০২০, ২০:৩৮
টিকটক
মহামারির সময়ে গুজব ঠেকাতে নতুন ফিচার আনল টিকটক (প্রতীকী ছবি)

চীন থেকে দাবানলের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে সাইবার অ্যাটাকের থেকেও সবচেয়ে বেশি বিপদজনক হচ্ছে ‘গুজব’। তাই সোশ্যাল মিডিয়াগুলো ফেক নিউজ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গুজব ঠেকাতে একটি নতুন উদ্যোগ নিয়েছে টিকটক।

টিকটক তাদের প্ল্যাটফর্মে করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রান্ত মিথ্যা ভিডিও প্রচারণা বন্ধে ইউজারদের জন্য খুবই সহজ উপায়ে রিপোর্ট বা অভিযোগ ফিচার চালু করেছে। এছাড়া যে কোনো ফেক নিউজে ইউজাররা রিপোর্ট করতে পারবে।

টিকটকে গুজব ঠেকাতে নিচের নির্দেশনা অনুসরণ করুন:

* যে পোস্টে রিপোর্ট করতে চান সেটি ওপেন করুন।

* শেয়ার অপশনে ট্যাপ করুন।

* এবার ‘রিপোর্ট’ অপশনে ক্লিক করুন।

* তারপর ‘মিসলিডং ইনফরমেশন’ সিলেক্ট করুন।

* এবার ‘কোভিড-১৯ মিসইনফরমেশন’ বা ভুয়া তথ্য অপশনে ট্যাপ করে মন্তব্য করুন।

* এরপর ‘আদার মিসইনফরমেশন’ অপশনটি ক্লিক করে ডেস্ক্রিপশন বক্সটি ফিলআপ করুন।

* ব্যস এবার সাবমিট করে দিন।

করোনা ভাইরাস মহামারি সংক্রান্ত চারিদিকে হাজারো মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে। গুজবের বিরুদ্ধে সোশ্যাল টেক জায়ান্টসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো লড়াই করে যাচ্ছে।

আরও পড়ুন : ‘স্ক্যামিং’ থেকে বাঁচার উপায় বাতলে দিল গুগল

সম্প্রতি প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে অনলাইনে ভুল তথ্যের ছড়াছড়ি শুরু হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ইনফোডেমিক’ বা তথ্যের মহামারি হিসেবে ঘোষণা করে।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড