• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যানড্রয়েডের চেয়ে দ্রুতগতির নতুন আইফোন : টিম কুক

  প্রযুক্তি ডেস্ক

০২ মে ২০২০, ০৬:৪২
আইফোন
আইফোন এসই টু (ছবি : সংগৃহীত)

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক দাবি করছেন, বাজারে আসা নতুন আইফোন এসই অ্যানড্রয়েড ফোনের চেয়েও দ্রুতগতির। সম্প্রতি বাজারে আসে দামের এই আইফোন এসই টু। টিম কুক এও বলেন, সময় এসেছে অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের আইওএস তথা আইফোন ব্যবহারের।

তিনি জানান, সবার নাগালে তাদের আইফোন পৌঁছে দেওয়ার জন্য বাজারে আনা হয়েছে আইফোন এসই। এই ফোনের দাম মধ্যবিত্তদের হাতের নাগালে।

এর আগে গত ১৫ এপ্রিল আইফোন এসই টু বাজারে বিক্রির ঘোষণা দেয় অ্যাপল। ২০১৬ সালে সর্বপ্রথম অ্যাপল ছোট আকারে কম দামের আইফোন বাজারে আনে। সেটি আইফোন প্রেমীরা লুফে নেয়। এরই ধারাবাহিকতায় এবার এলো এসই মডেলের দ্বিতীয় জেনারেশন।

নতুন আইফোন দেখতে আগের মডেলের মতো হলেও এতে আইফোন এইট এবং ইলেভেনের ছোঁয়া আছে।

ফোনটির পেছনে ও সামনে গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। এর বেজেল অনেকটাই পাতলা। এতে অ্যাপলের টাচ আইডি থাকলেও ফেস আইডি নেই। তবে আছে অ্যাপলের সর্বাধুনিক প্রসেসর। ফোনটির টাচ আইডি দেওয়া হয়েছে পেছনে।

নতুন আইফোন সিলভার, গ্রে এবং গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে।

আরও পড়ুন : করোনাবিধ্বস্ত চীনে এলো ‘অ্যান্টি-ভাইরাস’ গাড়ি!

ফোনটিতে এ১৩ বায়োনিক চিপ থাকছে। ৩ জিবি র‌্যাম এটি বাজারে এসেছে। এর স্টোরেজ ৬৪ জিবি এবং ১২৮ জিবি। আইফোন এসই টুতে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করছে অ্যাপল। ফোনটির দাম শুরু ৪১৯ পাউন্ড থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড