• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সিকিওর ব্রাউজারের’ অ্যান্ড্রয়েড সংস্করণ আনলো অ্যাভাস্ট

  প্রযুক্তি ডেস্ক

০৮ এপ্রিল ২০২০, ২২:৫৬
ব্রাউজার
অ্যাভাস্ট সিকিওর ব্রাউজার (ছবি : ইন্টারনেট)

উইন্ডোজ ও ম্যাক প্ল্যাটফর্মের বাইরে এবার মোবাইল ডিভাইসেও ব্রাউজিং সেবা নিয়ে এলো ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট।

বুধবার (৮ এপ্রিল) নিজেদের ‘সিকিওর ব্রাউজারের’ অ্যান্ড্রয়েড সংস্করণ নিয়ে আসে প্রতিষ্ঠানটি।

গত বছরই ‘টেনটা’ নামের এক ব্রাউজার কিনে নিয়েছিল অ্যাভাস্ট। ওই ব্রাউজারটি তৈরির নেপথ্যে ছিল ব্লকচেইন পথিকৃৎ খ্যাত প্রতিষ্ঠান কনসেনসিস।

বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যম আইএএনএস নিজেদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, টেনটা কেনার পর পুরোপুরি এনক্রিপশনে প্রাধান্য দিয়ে ব্রাউজারটিকে ঢেলে সাজিয়েছেন অ্যাভাস্টের গোপনতা ও সাইবার সুরক্ষা প্রকৌশলীরা।

এ ব্যাপারে অ্যাভাস্ট সিকিওর ব্রাউজারের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক স্কট কার্টিস বলেন, ‘আমাদের লক্ষ্য প্রথম অল-ইন-ওয়ান ব্রাউজার হওয়া যা ব্যবহারকারীর গোপনতা সুরক্ষার পাশাপাশি মসৃণ ব্রাউজিং অভিজ্ঞতা উপহার দেয়। আমাদের দীর্ঘমেয়াদী এই লক্ষ্যের যাত্রাপথে মোবাইল সমর্থনের বিষয়টি আরেকটি মাইলফলক।’

আরও পড়ুন : কম্পিউটার নয়, করোনা বশের ‘হাতিয়ার’ বানাচ্ছে মেইনগিয়ার

এ বছরের শেষ নাগাদ আইওএস প্ল্যাটফর্মের জন্যও মোবাইল সংস্করণের অ্যাভাস্ট সিকিওর ব্রাউজার আনবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে উইন্ডোজ ১০, ৮, ৭, অ্যান্ড্রয়েড এবং ম্যাকওএস প্ল্যাটফর্মের জন্য সিকিওর ব্রাউজার ডাউনলোড করা যাবে বলেও উল্লেখ করেছে আইএএনএস।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড