• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করা যাবে ইনস্টাগ্রামের পোস্ট

  প্রযুক্তি ডেস্ক

০৭ এপ্রিল ২০২০, ২২:৪৬
ফেসবুক
ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করা যাবে ইনস্টাগ্রামের পোস্ট (প্রতীকী ছবি)

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ গতবছর জানিয়েছিলেন- ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ একত্রিত করার কাজ চলছে। এরই অংশ হিসেবে এবার নতুন ঘোষণা আসলো। শিগগিরই ফেসবুক মেসেঞ্জারে ইনস্টাগ্রামের পোস্ট শেয়ার করা যাবে বলে জানা গেছে। ফিচারটি চালু হলে ভিডিও কল করার সময় ইনস্টাগ্রামের পোস্ট শেয়ার করা যাবে।

টেকনোলজি ব্লগার ও প্রযুক্তির খবর আগাম প্রকাশকারী জেন ম্যানচুন ওয়াং এক টুইটবার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ফেসবুক তাদের মেসেঞ্জারে ইনস্টাগ্রামের পোস্ট শেয়ার দেওয়ার অপশন চালু করতে যাচ্ছে। যদিও আগে থেকেই ফেসবুকে ইনস্টাগ্রামের পোস্ট শেয়ার করার ফিচার চালু রয়েছে। এবার এই ফিচার মেসেঞ্জারেও চালু হচ্ছে।

নতুন এই ফিচারের আওতায় মেসেঞ্জারে ‘শেয়ার ইনস্টাগ্রাম পোস্ট’ নামে একটি অপশন চালু হবে। যেটা গ্রুপ ভিডিও কলে শেয়ার করে বন্ধুদের দেখানো যাবে।

আরও পড়ুন : গোপনে লিংকডইন ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করছে জুম

এ দিকে, ফেসবুক সম্প্রতি ঘোষণা দিয়েছে ব্যবহারকারীরা এখন থেকে ডেক্সটপ কম্পিউটার ও ল্যাপটপে মেসেঞ্জার ইনস্টল করে আলাদাভাবে ব্যবহার করতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড