• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার টিকটকের মতো অ্যাপ আনছে ইউটিউব

  প্রযুক্তি ডেস্ক

০৩ এপ্রিল ২০২০, ১৬:২০
লোগো
ইউটিউব ও টিকটকের লোগো (ছবি : ইন্টারনেট)

টিকটকের প্রতিদ্বন্দ্বী সেবা দিতে ‘শর্টস’ নামে একটি অ্যাপ তৈরিতে কাজ করছে ইউটিউব। চলতি বছরের শেষ দিকে এই সেবাটির উন্মোচন করা হতে পারে।

হুবহু টিকটকের মতোই শর্টস- এর এই সেবাটিতে মুঠোফোনের অ্যাপ ফিডে সংক্ষিপ্ত ভিডিও আপলোড করতে পারবেন গ্রাহক। একই সঙ্গে ভিডিওতে ইউটিউব মিউজিকের লাইসেন্সকৃত মিউজিক যোগ করার সুযোগ পাওয়া যাবে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আইএএনএস নিজেদের এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

অ্যাপটিতে ইউটিউব ইতোমধ্যেই যেসব মিউজিকের লাইসেন্স করেছে সেগুলো সবই ব্যবহার করতে পারবেন গ্রাহক। টিকটকের মতোই ভিডিওর সাউন্ডট্র্যাকে যোগ করা যাবে এই মিউজিকগুলো।

এ দিকে, টিকটকের সাফল্যের পর সংক্ষিপ্ত ভিডিও অ্যাপ আনতে প্রতিযোগিতায় নেমেছে বেশ কিছু প্রতিষ্ঠান।

৬ সেকেন্ডের ভিডিও প্ল্যাটফর্ম ভাইনের সহ-প্রতিষ্ঠাতা ডম হফম্যান ‘বাইট’ নামে এ ধরনের একটি অ্যাপ আনার ঘোষণা দিয়েছেন। ভাইন বন্ধ করে দেওয়া হলেও এই সেবার অনেক ফিচারের মিল রয়েছে বাইট অ্যাপে।

এছাড়া টিকটকের জনপ্রিয়তা বাড়তে থাকায় প্রতিযোগিতায় নামতে ‘রিলস’ নামে একটি ভিডিও-মিউজিক রিমিক্স ফিচার চালু করেছে ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রাম।

রিলস ফিচারের মাধ্যমে ১৫ সেকেন্ডের ভিডিওর সঙ্গে মিউজিক যোগ করে স্টোরিজ হিসেবে শেয়ার করতে পারেন ইনস্টাগ্রাম গ্রাহক।

আরও পড়ুন : কণ্ঠস্বর শুনেই করোনার পরীক্ষা করবে অ্যাপ!

অন্যদিকে টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বছরের নভেম্বরে অনেকটা গোপনে ‘ল্যাসো’ নামে পৃথক একটি অ্যাপ উন্মোচন করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক।

সৃজনশীলতা এবং ‘ডু ইট ইওরসেলফ’ স্পেসকে লক্ষ্য করে ‘ট্যাঙ্গি’ নামে নিজস্ব সংক্ষিপ্ত ভিডিও অ্যাপ এনেছে গুগলও। এরিয়া ১২০ নামে গুগলের ইনকিউবেটরে বানানো হয়েছে অ্যাপটি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড