• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা : হ্যাকারের ফাঁদ থেকে ফেসবুক নিরাপদ রাখবেন যেভাবে

  প্রযুক্তি ডেস্ক

২৯ মার্চ ২০২০, ২১:৪৯
ফেসবুক
ফেসবুক (প্রতীকী ছবি)

সময়ের সঙ্গে সঙ্গে দাবানলের মতো বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এরই মধ্যে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর নাম ভাঙিয়ে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার দুর্বৃত্তরা। ফেসবুক মেসেঞ্জারের যারা সক্রিয় ব্যবহারকারী, করোনা ভাইরাস বিষয়ে যেকোনো লিংকের ক্ষেত্রে তাদের এখন সতর্ক থাকতে হবে। বর্তমানে ফেসবুক মেসেঞ্জারে হ্যাকাররা করোনা ভাইরাসে সচেতনতার নামে বিভিন্ন ম্যালওয়্যার ছড়াচ্ছে। এই ম্যালওয়ারের মাধ্যমে প্রতারণার জন্য ক্লোন বা নকল অ্যাকাউন্ট করা হচ্ছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এর পরিপ্রেক্ষিতে সতর্কতা ও যাচাই-বাছাইয়ের বিষয়ে কয়েকটি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

# অপরিচিত কারও বন্ধুত্বের অনুরোধ এখন গ্রহণ করবেন না।

# সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করবেন না। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর পাঠানো লিংক হলেও তাতে ক্লিক করবেন না। না বুঝে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক কোনো পোস্ট শেয়ার করবেন না। পোস্টটির মধ্যে হয়তো ম্যালওয়ার থাকার সম্ভাবনা আছে, যা আপনার শেয়ারের মাধ্যমে বন্ধুদের কাছে ছড়াতে পারে।

# সন্দেহজনক কোনো ব্যবহারকারী মনে হলেই ফেসবুকে তাকে ব্লক করে দিন।

আরও পড়ুন : সাপ বা বাদুড় নয়, করোনা ছড়িয়েছে বনরুই থেকে!

# ফেসবুকে জরুরি দরকার বলে কেউ টাকা চাইলে পাঠাবেন না। পরিচিত কেউ চাইলেও তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বা প্রকৃত ব্যক্তি বিপদে পড়েছে কি না, খোঁজ নিন।

# ফেসবুকে করোনা ভাইরাস প্রতিরোধী বলে দাবি করা কোনো মাস্কের আকর্ষণীয় প্রচারে প্রলুব্ধ হবেন না।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড