• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার নির্ভরযোগ্য তথ্য জানাতে অ্যাপলের অ্যাপ ও ওয়েবসাইট

  প্রযুক্তি ডেস্ক

২৯ মার্চ ২০২০, ০০:৩৯
অ্যাপ
করোনা ভাইরাস নিয়ে অ্যাপলের অ্যাপ ও ওয়েবসাইট (ছবি : সংগৃহীত)

নতুন করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর অ্যাপ এবং ওয়েবসাইট নিয়ে এসেছে অ্যাপল। জনসাধারণকে প্রাণঘাতী এই ভাইরাসের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য জানাতেই এই অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা জেনে নেওয়ার মতো স্ক্রিনিং টুলও রাখা হয়েছে অ্যাপটিতে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা মেনেই করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য জানাবে অ্যাপটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিডিসি, হোয়াইট হাউজ করোনা ভাইরাস টাস্ক ফোর্স এবং ফিমার সঙ্গে অংশীদারিতে অ্যাপটি তৈরি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্য অনুসারে, ‘যখন যুক্তরাষ্ট্র কোভিড-১৯ এর ভারি বোঝা অনুভব করছে, ঠিক তেমন একটি সময়ে দেশজুড়ে মানুষকে আরও সহজে নির্ভরযোগ্য তথ্য ও নির্দেশনা দিতে’ অ্যাপটি তৈরি করা হয়েছে।

ব্যবহারকারীরা একাধিক প্রশ্নের উত্তর দিয়ে জানতে পারবেন করোনা ভাইরাসের জন্য কোনো পরীক্ষা করাতে হবে কি না। এই বিষয়টি ওয়েবসাইট এবং অ্যাপ দুটি স্থানেই জানা যাবে। প্রয়োজন বুঝে ব্যবহারকারীর কল সরাসরি ৯১১-এও পাঠিয়ে দিতে পারে অ্যাপল। রোগের ব্যাপারে তথ্যের পাশাপাশি কী করা উচিত এবং কীভাবে পরীক্ষা করাতে হবে, সেগুলোও জানাবে কোভিড-১৯ সম্পর্কিত অ্যাপ এবং ওয়েবসাইট।

আরও পড়ুন : ভয়াল গ্রাসের মাঝেই রেস্তরাঁ কাঁপাচ্ছে করোনা বার্গার!

একই সঙ্গে অ্যাপল নিউজের লিংকও থাকবে অ্যাপে, ব্যবহারকারীরা চাইলে ওই লিংকের মাধ্যমে নির্ভরযোগ্য খবর পড়েও জেনে নিতে পারবেন নানাবিধ বিষয়। সম্প্রতি এক বিবৃতিতে সিডিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ‘সমগ্র-আমেরিকা পন্থা’ (যেখানে আমেরিকানদের সিডিসি নীতিমালা মেনে চলতে সহায়তা করা হবে এবং কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে নিজেদের ‘সেলফ-আইসোলেট’ করে রাখবে) এই আহ্বানে সরাসরি সাড়া দেওয়ার ফলাফল এটি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড