• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও কমেছে কার্যকর ইন্টারনেট সংযোগ

  প্রযুক্তি ডেস্ক

০২ মার্চ ২০২০, ১৬:২৩
চার্ট
বিভিন্ন মাসের কার্যকর ইন্টারনেট সংযোগের তথ্য (ছবি : সংগৃহীত)

কয়েক মাস ধরে দেশের টেলিযোগাযোগ খাতে এক মাস ইন্টারনেট সংযোগ বাড়ে তো আরেক মাস কমে এমন অবস্থা চলছে। অবধারিতভাবে এতে মোবাইল ফোন অপারেটরদের ভূমিকাই প্রধান।

মোবাইল ফোন অপারেটরদের সংযোগ বাড়লে তা মোট সংযোগকে বাড়িয়ে দেয়। আবার সংযোগ কমলে মোট সংযোগকে কমিয়েও দেয়।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরুতে দেশে মোট কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৯ কোটি ৯৪ লাখ ২৮ হাজার। কিন্তু জানুয়ারি শেষে তা কমে ৯ কোটি ৯২ লাখ ৪৬ হাজারে এসে দাঁড়িয়েছে।

বিটিআরসি’র সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারির শেষে দেশের মোট ইন্টারনেট সংযোগের ৯৪ দশমিক ২১ শতাংশই এসেছে মোবাইল ফোনের মাধ্যমে।

অন্যদিকে, গত বছরের নভেম্বর মাসেও কার্যকর ইন্টারনেট সংযোগ কমে যাওয়ার ঘটনা দেখা গেছে। অক্টোবর মাসের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ ৯ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার থাকলেও নভেম্বরের শেষে তা নেমে ৯ কোটি ৯০ লাখ ৫৯ হাজারে চলে আসে।

অপারেটররা বলছে, জুলাই মাস থেকে বড় দুটি অপারেটরের ওপর বিটিআরসি অডিটের পাওনা দাবি নিয়ে নানা বিধিনিষেধ থাকায় তারা গ্রাহক বৃদ্ধির দিকে মন দিতে পারেনি।

আরও পড়ুন : গ্রামীণফোনকে আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

ইন্টারনেট সংযোগের মতো কার্যকর সিমের দিকে তাকালেও ধীর গতি লক্ষ করা গেছে। সিমের বিষয়ে বিটিআরসি’র হিসাব বলছে, বছরের শুরুতে ১৬ কোটি ৫৫ লাখ ৭২ হাজার কার্যকর সিম থাকলেও জানুয়ারির শেষে তা বেড়েছে মাত্র ৪৩ হাজার।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড