• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ই-গেট ব্যবহারের বিধিনিষেধ

  প্রযুক্তি ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০
ই-গেট
ই-গেট (ছবি : ইন্টারনেট)

বাংলাদেশের ই-পাসপোর্টধারীদের ই-গেট অর্থাৎ স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা স্থাপনের বিধিনিষেধ নিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুনিম হাসান স্বাক্ষরিত এই পরিপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (বহির্গমন শাখা-১) জারি করে। এই পরিপত্রে কারা ই-গেট ব্যবহার করতে পারবেন এবং কারা পারবেন না সে বিষয়ে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বিদেশ ভ্রমণ ও ইমিগ্রেশন সহজ করার জন্য বাংলাদেশি পাসপোর্টের আধুনিকায়ন করে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা পদ্ধতি ই-গেট প্রবর্তন করা হয়েছে। এর ফলে ইমিগ্রেশন পয়েন্টে যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে।

ই-গেট ব্যবহারবিধি

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি ই-পাসপোর্টধারী কূটনৈতিক, অফিশিয়াল ই-পাসপোর্টধারী সরকারি কর্মকর্তা, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা (সিআইপি), সেরা করদাতা কার্ডপ্রাপ্ত ই-পাসপোর্টধারী ব্যক্তিরা, ই-পাসপোর্টধারী পাইলট ও ক্রুরা ই-গেট ব্যবহার করতে পারবেন। তবে এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর ব্যাগেজ সংগ্রহ, টিকিট যাচাই-বাছাই এবং পাসপোর্টের চেকিং সম্পন্ন করার পরই ই-গেট ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রাথমিকভাবে বাংলাদেশি ব্যতীত অন্য কোনো দেশের যাত্রীরা বাংলাদেশে ই-গেট ব্যবহার করতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : উইন্ডোজ ৭ 'শাট ডাউন' না হলে করণীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান বলেন, ইতোমধ্যে শাহজালালে ই-গেট স্থাপন করা হয়েছে এবং প্রতিদিনই পরীক্ষামূলকভাবে এটি যাচাই-বাছাই করা হচ্ছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ‘ইতোমধ্যে ই-গেটগুলো ইমিগ্রেশন পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারাই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।’

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড