• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি সাপোর্ট

  প্রযুক্তি ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৩
উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০ (ছবি : ইন্টারনেট)

চলতি বছরের জানুয়ারি মাসেই উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ২০০৮ আর২ এর সাপোর্ট বন্ধ করেছে মাইক্রোসফট। এবার কোম্পানিটি বন্ধ করছে উইন্ডোজ ১০ ভার্সন ১৮০৯ এর সাপোর্ট।

মাইক্রোসফট সাপোর্ট পেজ থেকে জানা যায়, এ বছরের ১২ মে উইন্ডোজ ১০ ভার্সন ১৮০৯ এর কয়েকটি এডিশনের সাপোর্ট বন্ধ হয়ে যাবে। ভার্সনগুলোর মধ্যে উইন্ডোজ ১০ হোম, ভার্সন ১৮০৯; উইন্ডোজ ১০ প্রো, ভার্সন ১৮০৯; উইন্ডোজ ১০ প্রো ফর এডুকেশন, ভার্সন ১৮০৯; উইন্ডোজ ১০ প্রো ফর ওয়ার্ক স্টেশনস, ভার্সন ১৮০৯ ও উইন্ডোজ ১০ আইওটি কোর, ভার্সন ১৮০৯ রয়েছে। মাইক্রোসফট সেদিনই শেষবারের মতো সিকিউরিটি প্যাচ পাঠাবে। তাই ব্যবহারকারীদের আপডেট ভার্সনটি ইন্সটল করতে হবে।

এই ভার্সনগুলোর এক্সটেন্ডে সাপোর্ট শুধুমাত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীরা অর্থের বিনিময়ে নিতে পারবেন। এই এক্সটেন্ড সাপোর্টের মেয়াদ থাকবে ৩০ মাস।

আরও পড়ুন : নানা চমক নিয়ে এসেছে উইন্ডোজ টেন এক্স

মাইক্রোসফট ২০১৮ সালের ২ অক্টোবর উইন্ডোজ ১০ ভার্সন উন্মুক্ত করে। কিন্তু ব্যবহারকারীরা বাগের কারণে ডেটা লস, ব্লস্ক্রিনস, মিডিয়া প্লেব্যাক, রিসেট সেটিংস নিয়ে অভিযোগ করলে ৪ দিনের মাথায় মাইক্রোসফট আপডেট পাঠানো বন্ধ করে দেয়।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড