• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমডাব্লুসিতে যোগ দিচ্ছে না অ্যামাজন

  প্রযুক্তি ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৫
এমডাব্লুসি
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস আতঙ্কে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লুসি) যোগ দিচ্ছে না ইকমার্স জায়ান্ট অ্যামাজন।

অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছে, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এমন অবস্থায় অ্যামাজন এমডাব্লুসিতে যোগ দেবে না।

অ্যামাজন ছাড়াও এমডাব্লুসিতে আসছে না জাপানিজ টেক জায়ান্ট সনি। সনি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ক্রেতা, কর্মী, অংশীদার ও মিডিয়ার মানুষদের কথা চিন্তা করেই বার্সেলোনায় অনুষ্ঠিতব্য প্রদর্শনীটিতে সনি আসবে না। গত বছর এমডাব্লুসিতে সনি তাদের ফ্ল্যাগশিপ ফোন এক্সপেরিয়া ১ উন্মোচন করেছিল।

এ দিকে এমডাব্লুসির আয়োজক সভা জিএসএম করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে কিছু পরিবর্তন এনেছে তাদের নিয়ম নীতিতে। তারা এক বিবৃতিতে জানায়, প্রদর্শনীতে চীনের হুবেই প্রদেশ থেকে আসা কোনো ব্যক্তি আসতে পারবে না। আর বাকি প্রদেশের ব্যক্তিদের প্রমাণ দিতে হবে যে তারা ১৪ দিন ধরে দেশের বাইরে অবস্থান করেছেন।

এমডাব্লুসির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রদর্শনীটি পরিচালনা করা বেশ কঠিন হবে। কেননা, প্রদর্শনীতে কয়েকটি চীনা প্রতিষ্ঠানেরও অংশ নেওয়ার কথা।

আরও পড়ুন : হুয়াওয়ে আনছে ৫২ মেগাপিক্সেলের ফ্ল্যাগশিপ ফোন

অন্যদিকে করোনা ভাইরাস আতঙ্কে এলজি, জেডটিই, এনভিডিয়া ও এরিকসন এমডাব্লুসি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড